ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত, আহত শ্বাশুড়িসহ চারজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছা উপজেলায় যৌতুকের জেরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শ্বাশুড়িসহ আরও চারজন। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার নিলকণ্ঠনগর গ্রামে এঘটনা ঘটে।
এলাকাবাসীর তথ্য মতে পুলিশ জানায়,যশোর সদর উপজেলার পালবাড়ী এলাকার মৃত শাজাহানের ছেলে মোহন মোল্লার সঙ্গে কয়েক বছর আগে ঝিকরগাছার মুন্নি বেগমের মেয়ে মিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোহন প্রায়ই মিমের কাছে যৌতুক দাবি করে নির্যাতন চালাতেন। নির্যাতনের কারণে প্রায় ১৫ দিন আগে মিমের মা তাকে বাবার বাড়ি নিলকণ্ঠনগর গ্রামে নিয়ে আসেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে মোহন তিন-চারজন সহযোগী নিয়ে শ্বশুরবাড়িতে যান মিমকে নিতে। কিন্তু মিমের পরিবার তাকে পাঠাতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোহন ও তার সহযোগীরা মিমের মা মুন্নি বেগম, নানা মহিউদ্দিন, নানী তাজুমা বেগম, মামাতো ভাই রফিউদ্দিন ও শফিউদ্দিনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। ছুরিকাঘাতে সবাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মহিউদ্দিনকে ভোররাতে ঢাকায় নেওয়ার পথে নড়াইল শহরে পৌঁছালে এসময় তার মৃত্যু হয়।
এ সময় গ্রামবাসী ঘাতক মোহন মোল্লা ও তার সহযোগী আহমদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “আটক দুজন গণপিটুনিতে আহত হয়েছেন। তাদের পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত, আহত শ্বাশুড়িসহ চারজন

আপডেট সময় :

যশোরের ঝিকরগাছা উপজেলায় যৌতুকের জেরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শ্বাশুড়িসহ আরও চারজন। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার নিলকণ্ঠনগর গ্রামে এঘটনা ঘটে।
এলাকাবাসীর তথ্য মতে পুলিশ জানায়,যশোর সদর উপজেলার পালবাড়ী এলাকার মৃত শাজাহানের ছেলে মোহন মোল্লার সঙ্গে কয়েক বছর আগে ঝিকরগাছার মুন্নি বেগমের মেয়ে মিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোহন প্রায়ই মিমের কাছে যৌতুক দাবি করে নির্যাতন চালাতেন। নির্যাতনের কারণে প্রায় ১৫ দিন আগে মিমের মা তাকে বাবার বাড়ি নিলকণ্ঠনগর গ্রামে নিয়ে আসেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে মোহন তিন-চারজন সহযোগী নিয়ে শ্বশুরবাড়িতে যান মিমকে নিতে। কিন্তু মিমের পরিবার তাকে পাঠাতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোহন ও তার সহযোগীরা মিমের মা মুন্নি বেগম, নানা মহিউদ্দিন, নানী তাজুমা বেগম, মামাতো ভাই রফিউদ্দিন ও শফিউদ্দিনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। ছুরিকাঘাতে সবাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মহিউদ্দিনকে ভোররাতে ঢাকায় নেওয়ার পথে নড়াইল শহরে পৌঁছালে এসময় তার মৃত্যু হয়।
এ সময় গ্রামবাসী ঘাতক মোহন মোল্লা ও তার সহযোগী আহমদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “আটক দুজন গণপিটুনিতে আহত হয়েছেন। তাদের পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”