যুক্তরাষ্ট্রে সুপার বোল র্যালিতে বন্দুক হামলায় নিহত ১
- আপডেট সময় : ১২:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৬ বার পড়া হয়েছে
হামালায় আরও ২২ জন আহত হয়েছেন তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে আহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে
যুক্তরাষ্ট্রে সুপার বোল র্যালিতে বন্দুক হামলায় নিহত ১ এবং ২২জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের মিজোরিতে ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএল বিজয়ী দল ক্যান্সাস সিটি চিফ এর সুপার বোল বিজয় র্যালিতে এই হামলা চালানো হয়।
এই হামালায় ২২ জন আহত হয়েছেন তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে আহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিন জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার ক্যান্সাস সিটির প্রাণকেন্দ্রে হাজারো সমর্থকের বিজয় র্যালি উপলক্ষে বন্ধ থাকা ইউনিয়ন স্টেশনের পশ্চিম দিক থেকে এই বন্দুক হামলা চালানো হয়।
স্থানীয় সময় দুপুর ২টায় বিজয় র্যালি শেষ হয়। হামলার সময় ক্যান্সাস সিটি চিফ দলের খেলোয়াড়রা তখনও মঞ্চে উপস্থিত ছিলেন। স্থানীয় রেডিও স্টেশন জানিয়েছে হামলায় তাদের একজন ডিজে নিহত হয়েছেন।
নগর কর্তৃপক্ষ হামলার শিকার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি এবং আটককৃত সন্দেহভাজনদেরও কোনো তথ্য দেয়নি।
সংবাদমাধ্যম বিবিসির আমেরিকান পার্টনার সিবিএস নিরাপত্তা সূত্রের বরাতে বিবিসিকে জানিয়েছে কয়েক জন ব্যক্তির কথা কাটাকাটির এক পর্যায়ে বন্দুক হামলা ঘটনা ঘটে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। যদিও পুলিশ বলছে বিষয়টি এখনও তদন্তাধীন এবং তারা প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।