সংবাদ শিরোনাম ::
যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: রবিউল ইসলাম (রবি)
- আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে যুব সমাজের উদ্যোগে বুধবার (১২-০৩-২০২৫)ইং বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন ৬নং কোদালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে সরসপুর পূর্বপাড়া জামে মসজিদের স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই ইফতার মাহফিল উনুষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রমজানের ফজিলত ও ইফতারের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশিষ্ট আলেমগন তারা বলেন “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে আমাদের বেশি করে ইবাদত ও দান-সদকা করা উচিত।
আয়োজক কমিটির অন্যতম সদস্য মোঃ রমজান মোল্লা, সাকিব মোল্লা, নাইম মোল্লা, ছাব্বির মৃধা, আশিক মৃধা, মোস্তফা মোল্লা, তুফায়েল শেখ, ইমানুর শেখ, মুরছালিন মোল্লা, মোহাব্বত মোল্লা, তলহা শেখ, রিজাউল, প্রমূখ বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখা। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন চালিয়ে যাব।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই আয়োজকদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।