রংপুরে অসহায় এমদাদুল নিজ ভিটেমাটি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা
- আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
রংপুর নগরীর তাজহাট এলাকার এমদাদুল হকের সম্পত্তি দখলে ভূমিদস্যুরা মরিয়া হয়ে উঠেছে। অসহায় এমদাদুল হক ভিটেমাটি রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। জানা গেছে, রংপুর নগরীর তাজহাট মেট্রোপলিটন থানাধীন বড় রংপুর এলাকার মৃত আজগার আলীর পুত্র এমদাদুল হকের স্বত্ব দখলীয় ৪৩ শতক সম্পত্তি বেআইনিভাবে দখলের জন্য ভুমিদস্যু মোঃ মাহাবুল হক, মোঃ শাহজাহান মিয়া, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ রেজাউল করিম,মোঃ রাজু মিয়া,মোঃ কলি মিয়াগং দীর্ঘ দিন থেকে পাঁয়তারা করে আসছে। অসহায় এমদাদুল হকের সম্পত্তি গ্রাস করতে ভুমিদস্যুরা পুরো পরিবারকে জিম্মি করে নানাভাবে হেনস্তা করছে। ভুমিদস্যুদের কবল থেকে এমদাদুল হক নিজ স্বত্ব দখলীয় সম্পত্তি রক্ষায় মাননীয় সিনিয়র সহকারী জজ সদর আদালতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা আনয়ন করেন। যার নং-৭৭/২০২৩।
উক্ত মোকদ্দমার প্রেক্ষিতে মাননীয় আদালত নালিশী সম্পত্তিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলেও ভুমিদস্যু ও সন্ত্রাসীরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি দখলের পাঁয়তারা অব্যাহত রেখেছে। ভুমিদস্যু ও সন্ত্রাসীরা নালিশী সম্পত্তি দখলে একাধিকবার অসহায় এমদাদুল হকের পরিবারের উপর হামলা চালায়। ভুমিদস্যুরা একের পর এক অপরাধমুলক বেআইনী তৎপরতা সংঘটিত করেও বহাল তবিয়তে রয়েছে। স্থানীয় থানায় ও মাননীয় আদালতে মামলা চলমান থাকার পরও অপরাধীরা কোন কিছুই তোয়াক্কা করছে না। পরিবার-পরিজন নিয়ে এমদাদুল হক মানবেতর জীবনযাপন করছেন। নিজ ভিটেমাটি রক্ষায় এমদাদুল হক প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। অন্যথায় যে কোনো সময় অনাকাঙ্খিত পরিস্থিতি উদ্ভব হওয়ার আশংকা রয়েছে।















