রপ্তানিতে নতুন পণ্য বাছাইয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়- বাণিজ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: ‘রপ্তানিতে নতুন পণ্য বাছাইয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী হস্তশিল্প-কে বর্ষপণ্য ঘোষণা করেছেন। ‘একটি গ্রাম, একটি পণ্য’ কর্মসূচির মাধ্যমে সারাদেশ থেকে উপযুক্ত পণ্য দেশে ও বিদেশের বাজারে পৌঁছাতে কাজ করা হচ্ছে। যোগ্য পণ্যগুলোকে ই-কমার্সের সাথে যোগ করে রপ্তানির ব্যবস্থা করা হবে।’
শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তৃণমূল নারীদের সংগঠন- এসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান এন্ট্রাপ্রেনিয়ার অব বাংলাদেশ (AGWEB) আয়োজিত ‘Active Collaboration and Participation of Grassroots Women Entrepreneurs in Realizing Smart Bangladesh ‘ শীর্ষক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আরও বলেন, ‘আমরা নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে আসতে চাই।পণ্যের সাথে পণ্যের কারিগর ও অবস্থানকে পৃথকভাবে চিহ্নিত করতে চাই। বিশ্বের নারী উদ্যোক্তাদের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) উদ্যোগ নিচ্ছে যা সরকারের পরিকল্পনার সাথে সমন্বয় করে কাজ করা হবে। ‘
অনুষ্ঠানে বিশেষ অতিথি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ এসএমই খাতের বিকাশে ভিন্ন ট্যাক্স-ভ্যাট নীতির প্রয়োজনীয়তা তুলে ধরে এসএমই খাতের সম্ভাবনা ও অবদান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উদ্বোধন শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম উদ্যোক্তাদের আয়োজিত কিছু স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় D8 CCI এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাইম,AGWEB প্রেসিডেন্ট মৌসুমি ইসলাম, AGWEB এর বিভিন্ন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
এমটি/ এএটি