সংবাদ শিরোনাম ::
রবি সভাপতি জাকারিয়া সেক্রেটারী ঢাকাস্থ সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠন

মুহাম্মাদ আবু মুসা
- আপডেট সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকাস্থ বগুড়ার সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বিএনপি নেতা এ কে এম লুৎফুল বারী মুকুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোশারফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, এ এইচ এম জাকারিয়া, মশিউর রহমান জুয়েল, নুরুজ্জামান বাদল, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান তালুকদার দিপু, শফিকুল ইসলাম শফিক, তানজারুল হক তুহিন প্রমুখ ।
শেষে সর্বসম্মতি ক্রমে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো:রবিউল হোসেন রবিকে সভাপতি, আজিজ পাইপস লি:এর ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জাকারিয়াকে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ.ফ.ম জিন্নাতুল ইসলাম তপন-কে সিনিয়র সহ-সভাপতি, এছাড়াও উদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী তানজারুল হক তুহিনকে সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শহিদ মঞ্জুর জনিকে যুগ্ন সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ বগুড়ার সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির নয়া কমিটি গঠন করা হয়।