রমজান মাসে রাস্তায় কোনো নয়: ডিএমপি
- আপডেট সময় : ০৫:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
ঢাকা মহানগরীতে পবিত্র রমজান মাসে রাস্তায় কোন ব্যবসা করা যাবে না। কোন মার্কেটের সামনে অযাচিত পার্কিংয়ের বিষয়েও সচেষ্ট রয়েছে ট্র্যাফিক বিভাগ।
বৃহস্পতিবার মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) মো. মুনিবুর রহমান। তিনি বলেন, রমজান মাসে রাস্তায় কোনো ব্যবসায়িক কার্যক্রম চলতে দেওয়া হবে না।
মুনিবুর রহমান বলেন, অফিস ছুটির পর অর্থাৎ সাড়ে ৩টা থেকে বা এর কাছাকাছি সময়ে কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য নগরবাসীকে আহ্বান জানান।
এসময় যত্রতত্র গাড়ি পার্কিং করা নিয়েও নগরবাসীকে সতর্ক করেন মুনিবুর রহমান। জানান, রমজানের প্রথম থেকেই অনাকাঙ্ক্ষিত পার্কিংয়ের বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কঠোর অবস্থানে রয়েছে ডিএমপি ট্র্যাফিক বিভাগ।
তিনি মার্কেটকেন্দ্রিক ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখার জন্য বিভিন্ন মার্কেটে কমিউনিটি পুলিশ ও সেচ্ছাসেবী কাজ করছে। তারা ডিএমপি ট্র্যাফিক পুলিশের প্রত্যক্ষ সহযোগিতা ও তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে। রমজান মাসে রাস্তায় ব্যবসা চলবে না।
গণপরিবহনে যাত্রী ওঠানামা করার ক্ষেত্রে নির্ধারিত বাস স্টপেজ ব্যবহার এবং যত্রতত্র যাত্রী ওঠানামা করানো যাবে না। অনেক সময় বিভিন্ন টার্মিনালের সামনে গণপরিবহনগুলো একাধিক স্থানে দাঁড়িয়ে থেকে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। সেটা কিছুতেই কাম্য নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।