সংবাদ শিরোনাম ::
রহনপুরে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ সামিরুল ইসলাম
- আপডেট সময় : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌর সভায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে রহনপুর পৌর সভা চত্বরে ২দিন ব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রহনপুর পৌর সচিব খায়রুল হক। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর সভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও উপকারভোগীরা। এ সময় রহনপুর পৌর সভার সচিব খায়রুল হক বলেন, এই পৌর সভায় ৪ হাজার ৬শ ২১ জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।