রাজধানীতে ৩ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি
- আপডেট সময় : ১২:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তুমুল বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে যাবার কারণে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এর আগে সোমবার থেকেই আকাশ ছিল মেঘলা। দিনের বেলায় কিছুটা বৃষ্টি হয়। রাতে বৃষ্টির পরিমাণ ছিল বেশি। আজ ভোর পাঁচটার পর শুরু হয় ঝুম বৃষ্টি। পরে থেমে থেমে বৃষ্টি চলে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সকাল নয়টার পর জানান, ঢাকা ও রাজশাহী বিভাগেই আজ বৃষ্টি হয়েছে বেশি। এর মধ্যে ঢাকায় তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়।
আজ এই দুই বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। গেল আগস্টের মাঝামাঝি সময়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।
২০ আগস্ট থেকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যা আক্রান্ত হয়। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখন বন্যার পানি নামতে শুরু করলেও ক্ষতচিহ্ন রয়ে গেছে উপদ্রুত এলাকায়।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখনকার বৃষ্টি বন্যা উপদ্রুত এলাকায় খুব বেশি প্রভাব ফেলবে না। আর রাজধানীতেও আজ বেলা ১১টার পর থেকে বৃষ্টি কমে আসতে পারে।