রাজনগরে হত্যা মামলার আসামী গ্রেফতার

- আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি (সুপ্রাকান্দি) গ্রামের বহুল আলোচিত মিশ্রাব খান হত্যা মামলার এজাহার নামীয় ৪নং পলাতক আসামী (মামলা নং- ০৩/১৭০, তারিখ : ০৮/১২/২৪ইং) সৈয়দ আজাদ আলী (৪০)-কে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-এর একটি অভিযানিক দল।
২১ মার্চ রাত অনুমান ১.৩০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রামে জৈনক ছালিক মিয়ার বসত ঘরের সামন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি সোনাটিকি (সুপ্রাকান্দি) গ্রামের সৈয়দ লিয়াকত আলীর পুত্র। র্যাব-৯ গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজনগর থানায় হস্তান্তর করেছে । জানা গেছে- বাড়ির মৌরসী ও খরিদা ভূমি সংক্রান্ত বিষয়ে পূর্ব হতে বিরোধ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত ৬ ডিসেস্বর শুক্রবার সৈয়দ জুয়েল আলী গংরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত ও উত্তেজিত হয়ে মিশ্রাব খাঁনকে হত্যা করে।
এই ঘটনায় সৈয়দ জুয়েল আলী গং ৪৫ জনের নাম উল্লেখ্য করে আর ৫০/৬০ জন অজ্ঞাতনামা আসামী করে রাজনগর থানায় মামলার পর থেকে পুলিশের ভয়ে সৈয়দ আজাদ আলীসহ অন্যান্য জড়িত আসামীরা আত্নগোপন করেন। মামলার বাদী ইউপি সদস্য নুরুল আমিন খাঁন র্যাব-৯, শ্রীমঙ্গল ও সংশ্লিষ্ট-কে ধন্যবাদ জানিয়ে বলেন- বিচারের নমে সময়ক্ষেপন করে পরিকল্পিত ভাবে আমার ভাইকে তারা খুন করেছে। নিহত মিশ্রাব খাঁনের দুই স্ত্রী, শিশু সন্তান ও পরিবারের লোকজন নিয়ে আতংকের মাঝে দিন যাচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।