রাজবাড়ীতে জলাবদ্ধতায় শত শত বিঘা রোপা আমন ধান রোপন সম্ভব হচ্ছেনা

- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে

module:0facing:0; hw-remosaic: 0; touch: (0.15208334, 0.15208334); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 6031; AI_Scene: (-1, -1); aec_lux: 292.38544; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
চলতি বর্ষা মৌসুমে রাজবাড়ীতে ভারী বর্ষনে ফসলী জমিগুলো তলিয়ে আছে।প্রতিদিনের অব্যাহত ভারী বর্ষনে রোপা আমন ধানের জমিগুলো জলাবদ্ধ অবস্থায় রয়েছে।একদিকে রোপন করা রোপা আমন ধান পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। অন্যদিকে পানিতে নিমজ্জিত জমিগুলোতে রোপা আমন আবাদ বন্ধ রয়েছে। এতে এবছর রাজবাড়ীতে রোপা আমন আবাদ ব্যহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একই সাথে আমনের লক্ষমাত্রা অর্জনে বাধাগ্রস্থ্য হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চাষিরা। জেলার সদর পাংশা, গোয়ালন্দ,বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার নিচু ফসলী জমিগুলো জলাবদ্ধ পানি প্রবাহের স্থানগুলো বন্ধ থাকায় নতুন করে আবাদ সম্ভব হচ্ছেনা।অন্যদিকে আবাদী জমিগুলোতে রোপন করা ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে।সেই সাথে অন্যান্য ফসল ও সবজি নষ্ট হচ্ছে এসব জমি থেকে।
চাষিরা বলেন,বৃষ্টির পানিতে রোপন করা আমন ধান নষ্ট হচ্ছে।সেই সাথে অন্যান্য ফসলও নষ্ট হচ্ছে।তবে বেশির ভাগ জমি পানিতে তলিয়ে থাকায় নতুন করে ধান আবাদ করা সম্ভব হচ্ছেনা। পানি নিষ্কাশন বন্ধ থাকায় নিমজ্জিত স্থান থেকে পানি সরানোর ব্যবস্থা করা প্রয়োজন বলে জানান তারা।
রাজবাড়ী কৃষি সম্পসারন অধিদপ্তরের অতিরিক্ত-উপ পরিচালক (শস্য) মো.হোসেন শহীদ সরোয়ার্দী বলেন, পাট জাগ দেওয়ার কারনে এখনো ফসলী জমিতে জলাবদ্ধ অবস্থায় রয়েছে।কয়েকদিন পরে এসব জমির বাঁধগুলো খুলে দেওয়া হলে পানি নিষ্কাশন হবে।এসময় জমিগুলেতে রোপা আমন ধান আবাদ করা যাবে। আর যে ধানগুলো পানির নিচে আছে সেগুলো তেমন নষ্ট হবেনা।এবছর আমন আবাদ ও উৎপাদন অর্জন ব্যাহত হবেনা বলেন তিনি জানান।