ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo ফুলপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত Logo দাগনভূঞা জিয়া পরিষদের উদ্যেগে অসুস্থ ব্যক্তিকে অনুদান হস্তান্তর Logo গোলাপগঞ্জে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী একই পরিবারের ৪ জনসহ আটক ৬ Logo বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগের ৪ নেতা গ্রেফতার Logo জয়পুরহাটে জুলাই-আগষ্টের স্পিড স্মরণে সাইক্লিং প্রতিযোগিতা Logo জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ফেনীতে স্কুল পর্যায়ে অনুষ্ঠিত Logo নালিতাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর বিষপানে আত্মহত্যা Logo শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাখার ২০ বছর পূর্তি উদযাপন Logo সুন্দরবনের কৈখালী থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে কোস্টগার্ড Logo টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

রাজবাড়ীতে সরকারী প্রনোদনার উচ্চ ফলনশীল শরীষা

আতিয়ার রহমান, রাজবাড়ী
  • আপডেট সময় : ১৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

      * বীজ ও বিনা চাষে সরিষা আবাদে বাম্পার ফলন
     * ৫ হাজার ৬শ ৫৫ হেক্টর শরীষার মধ্যে ৫ হাজার

       হেক্টর শরীষাই সরকারী প্রনোদনার

রাজবাড়ীতে চলতি মৌসুমে সরকারী প্রনোদনার উচ্চফলনশীল শরীষা আবাদ করে বাম্পার ফলন হয়েছে।জেলায় পাঁচ হাজার কৃষক পাঁচ হাজার বিঘা জমিতে শরীষা আবাদের জন্য বারী জাতের শরীষা বীজ ও সার পেয়েছেন।অন্যান্য শরীষার চাইতে এ শরীষা চাষে বিঘা প্রতি দ্বিগুন ফলনের আশা করছে।চলতি মৌসুমে মোট শরীষা আবাদ হয়েছে ৫,৬৫৫ হেক্টর যার মধ্যে ৫ হাজার হেক্টরই আবাদ হয়েছে প্রনোদনার শরীষা।

রাজবাড়ীতে দেশের তেলের চাহিদা মিটানো ও আমিষের ঘাটতি পূরণে এবছর সরকারী প্রনোদনার আওতায় উচ্চ ফলনশীল বারী ১৪ ও ১৫ জাতের পাঁচ হাজার কৃষকের মাঝে ১ কেজি শরীষা বীজ ও ২০ কেজি সার বিতর করা হয়েছে।এবছর জেলায় ৫ হাজার ৬৫৫ হেক্টর জমিতে শরীষা আবাদ করা হয়েছে,এর মধ্যে ৫ হাজার হেক্টর উচ্চ ফলনশীল শরীষা সরকারী প্রনোদনায় চাষ হয়েছে।সরকারি প্রনোদনার সার ও বীজ বপন করে বাম্পার ফলন হয়েছে।আশা করছেন ভালো লাভবান হবেন চাষিরা।শরীষা ক্ষেতে আশানুরুপ ফলন হওয়ায় বিঘা প্রতি চার মণ উৎপাদনের আশা করছেন চাষিরা।অল্প সময়ে ফলন পাওয়া যায় ও শরীষা চাষের জন্য আবহাওয়া অনুকুলে থাকায় সব ক্ষেতেই শরীষার ফলন ভালো হয়েছে।তবে যারা বিনা চাষে উচ্চফলনশীল শরীষা আবাদ করেছেন তাদের খরচ অনেক কম হয়েছে।জমি চাষ ছাড়াই কর্দমাক্ত ভেজা মাটিতে শরীষা চাষ করেছে তাদের খরচ কমেছে প্রায় অর্ধেক।বিঘা প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচেই শরীষা আবাদ করতে পেরছেন। তবে খরচ কম ও ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি চার মণ শরীষা পাওয়ার আশা করছেন।আর বিঘা প্রতি ১২ হাজার টাকার শরীষা বিক্রি করতে পারবেন বলেন চাষিরা।তবে নামিতে অতি বৃষ্টি হওয়ায় গত বছরের চাইতে ৩৪৫ হেক্টর জমিতে সরীষার আবাদ কম হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের আবুল কালাম এবছর সরকারী প্রনোদনার সার ও উচ্চফলনশীল শরীষা বীজ পেয়েছেন। ফলন ভালো হওয়ায় তিনি আশা করছেন এক বিঘা জমি থেকে তিন থেকে চার মণ শরীষা পাবেন। যা তিনি ১০/১২ হাজার টাকা বিক্রি করতে পারবনে।একই গ্রামের আলমগীর হোসেন পৌনে দুই বিঘা জমিতে উচ্চ ফলনশীল বারী ১৪ জাতের শরীষা চাষ করেছেন।তার খরচ হয়েছে ৬/৭ হাজার টাকা। ফলন ভালো হয়েছে।তিনি এ জমি থেকে ২৫/২৬ হাজার টাকার শরীষা পাবেন বলে জানান। পরিচালক রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক গোলাম রাসুল বলেন,চলতি বছর রাজবাড়ীতে ৫ হাজার হেক্টর উচ্চফলনশীল জাতের সরকারী প্রনোদনার বারী ১৪ ও ১৫ জাতের শরীষা আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে আর মোট আবাদ হয়েছে ৫ হাজার ৬৫৫ হেক্টর।এবছর শরীষা আবাদ কমলেও আবহাওয়া অনুকুলে থাকায় ভালো ফলন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে সরকারী প্রনোদনার উচ্চ ফলনশীল শরীষা

আপডেট সময় :

      * বীজ ও বিনা চাষে সরিষা আবাদে বাম্পার ফলন
     * ৫ হাজার ৬শ ৫৫ হেক্টর শরীষার মধ্যে ৫ হাজার

       হেক্টর শরীষাই সরকারী প্রনোদনার

রাজবাড়ীতে চলতি মৌসুমে সরকারী প্রনোদনার উচ্চফলনশীল শরীষা আবাদ করে বাম্পার ফলন হয়েছে।জেলায় পাঁচ হাজার কৃষক পাঁচ হাজার বিঘা জমিতে শরীষা আবাদের জন্য বারী জাতের শরীষা বীজ ও সার পেয়েছেন।অন্যান্য শরীষার চাইতে এ শরীষা চাষে বিঘা প্রতি দ্বিগুন ফলনের আশা করছে।চলতি মৌসুমে মোট শরীষা আবাদ হয়েছে ৫,৬৫৫ হেক্টর যার মধ্যে ৫ হাজার হেক্টরই আবাদ হয়েছে প্রনোদনার শরীষা।

রাজবাড়ীতে দেশের তেলের চাহিদা মিটানো ও আমিষের ঘাটতি পূরণে এবছর সরকারী প্রনোদনার আওতায় উচ্চ ফলনশীল বারী ১৪ ও ১৫ জাতের পাঁচ হাজার কৃষকের মাঝে ১ কেজি শরীষা বীজ ও ২০ কেজি সার বিতর করা হয়েছে।এবছর জেলায় ৫ হাজার ৬৫৫ হেক্টর জমিতে শরীষা আবাদ করা হয়েছে,এর মধ্যে ৫ হাজার হেক্টর উচ্চ ফলনশীল শরীষা সরকারী প্রনোদনায় চাষ হয়েছে।সরকারি প্রনোদনার সার ও বীজ বপন করে বাম্পার ফলন হয়েছে।আশা করছেন ভালো লাভবান হবেন চাষিরা।শরীষা ক্ষেতে আশানুরুপ ফলন হওয়ায় বিঘা প্রতি চার মণ উৎপাদনের আশা করছেন চাষিরা।অল্প সময়ে ফলন পাওয়া যায় ও শরীষা চাষের জন্য আবহাওয়া অনুকুলে থাকায় সব ক্ষেতেই শরীষার ফলন ভালো হয়েছে।তবে যারা বিনা চাষে উচ্চফলনশীল শরীষা আবাদ করেছেন তাদের খরচ অনেক কম হয়েছে।জমি চাষ ছাড়াই কর্দমাক্ত ভেজা মাটিতে শরীষা চাষ করেছে তাদের খরচ কমেছে প্রায় অর্ধেক।বিঘা প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচেই শরীষা আবাদ করতে পেরছেন। তবে খরচ কম ও ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি চার মণ শরীষা পাওয়ার আশা করছেন।আর বিঘা প্রতি ১২ হাজার টাকার শরীষা বিক্রি করতে পারবেন বলেন চাষিরা।তবে নামিতে অতি বৃষ্টি হওয়ায় গত বছরের চাইতে ৩৪৫ হেক্টর জমিতে সরীষার আবাদ কম হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের আবুল কালাম এবছর সরকারী প্রনোদনার সার ও উচ্চফলনশীল শরীষা বীজ পেয়েছেন। ফলন ভালো হওয়ায় তিনি আশা করছেন এক বিঘা জমি থেকে তিন থেকে চার মণ শরীষা পাবেন। যা তিনি ১০/১২ হাজার টাকা বিক্রি করতে পারবনে।একই গ্রামের আলমগীর হোসেন পৌনে দুই বিঘা জমিতে উচ্চ ফলনশীল বারী ১৪ জাতের শরীষা চাষ করেছেন।তার খরচ হয়েছে ৬/৭ হাজার টাকা। ফলন ভালো হয়েছে।তিনি এ জমি থেকে ২৫/২৬ হাজার টাকার শরীষা পাবেন বলে জানান। পরিচালক রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক গোলাম রাসুল বলেন,চলতি বছর রাজবাড়ীতে ৫ হাজার হেক্টর উচ্চফলনশীল জাতের সরকারী প্রনোদনার বারী ১৪ ও ১৫ জাতের শরীষা আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে আর মোট আবাদ হয়েছে ৫ হাজার ৬৫৫ হেক্টর।এবছর শরীষা আবাদ কমলেও আবহাওয়া অনুকুলে থাকায় ভালো ফলন হয়েছে।