রাজবাড়ী টাইফয়েড ভ্যাক্সিনেশন বিষয়ে সচেতনতামুলক কর্মশালা
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: NightHDR; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ীতে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে টাইফয়েড ভ্যাক্সিনেশন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহোযোগীতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টাইফয়েড ভ্যাক্সিন বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. এস.এম মাসুদ।
কর্মশালায় জেলায় নিয়োজিত ইলেকট্রিক,প্রিন্ট ও অনলাইন মিডায়াতে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করা হয়।
৩ লক্ষ ১১ হাজার ৭ শত ২১ জনকে টাইফয়েড টিকা দেওয়া হবে।তবে যেসব শিশু কিশোর নিবন্ধন থেকে বাদ পরবে তাদেরও টিকা দেওয়া হবে।নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু,কিশোর ও কিশোরীদের এ টিকা দেওয়া হবে।
















