রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মো. শাজাহান মৃধা নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতালে উত্তেজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
মৃত মো. শাজাহান মৃধা রাজবাড়ীর জজ কোর্টের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনদের অভিযোগ, সকালে শাজাহান মৃধা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। শ্বাসকষ্টের কারনে জরুরি বিভাগ থেকে তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হয়। পরে অন্য এক চিকিৎসক এসে অক্সিজেন খুলে ফেলে। এর কিছু সময় পর তার মৃত্য হয়।
রাজবাড়ী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম হান্নান বলেন, মুলত হার্ট এ্যাটাক ও শ্বাসকষ্টের কারনে ওই রোগীর মৃত্যু হয়েছে। যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে এবিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে চিকিৎসায় অবহেলার প্রমান পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।




















