ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

রাজশাহীতে খেলাপি ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকের ‘মিট দ্য বরোয়ার’ আয়োজন

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ১৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে খেলাপি ঋণ হ্রাস ও ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ১০ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত অগ্রণী ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে ‘মিট দ্য বরোয়ার’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে ব্যাংকটির রাজশাহী সার্কেল।
গতকাল শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৯:০০ টায় রাজশাহী (বিজিবি নিয়ন্ত্রিত) সিমান্ত অবকাশ রাজশাহী সার্কেল কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার এবং রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ব্যাংটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শামিউজ্জামান শাওন এবং প্রিন্সিপাল অফিসার মারুফা জাহান।
অনুষ্ঠানে রাজশাহী সার্কেলের আওতাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, শাখা প্রধান ও ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের কর্মকর্তারা শ্রেণীকৃত ঋণ পুনরুদ্ধার, পুনঃতফসিল, অবলোপন ও নতুন ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
সভায় জানানো হয়, ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে তাৎক্ষনিকভাবে ৪৬ জন গ্রাহকের থেকে নগদ ৭.২৫ কোটি টাকা, পুনঃতফসিল ২০.৭৫ কোটি টাকা এবং অবলোপন ৩.৪৫ কোটি টাকা—মোট ৩১.৪৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করা সম্ভব হয়েছে।
এসময় ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, আমি এর আগে মিডিয়ায় বক্তব্য রেখেছি। যেখানে বলেছি, ঋণ আদায়ে অগ্রনী ব্যাংক শীর্ষে। সেই তুলনায় রাজশাহী অবস্থান আরও ভাল করতে হবে। ক্লাসিফিকেশন ঋণ আগামী ডিসেম্বরের মধ্যে ১০% এর নিচে নামিয়ে আনতে হবে। এর জন্য ফলোআপ ও মনিটরিং বাড়াতে হবে। অগ্রণী ব্যাংক সর্বদা গ্রাহকবান্ধব সেবা ও টেকসই ব্যাংকিং ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়। খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আর্থিক স্থিতি আরও সুদৃঢ় করতে হবে। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে খেলাপি ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকের ‘মিট দ্য বরোয়ার’ আয়োজন

আপডেট সময় :

শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে খেলাপি ঋণ হ্রাস ও ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ১০ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত অগ্রণী ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে ‘মিট দ্য বরোয়ার’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে ব্যাংকটির রাজশাহী সার্কেল।
গতকাল শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৯:০০ টায় রাজশাহী (বিজিবি নিয়ন্ত্রিত) সিমান্ত অবকাশ রাজশাহী সার্কেল কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার এবং রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ব্যাংটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শামিউজ্জামান শাওন এবং প্রিন্সিপাল অফিসার মারুফা জাহান।
অনুষ্ঠানে রাজশাহী সার্কেলের আওতাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, শাখা প্রধান ও ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের কর্মকর্তারা শ্রেণীকৃত ঋণ পুনরুদ্ধার, পুনঃতফসিল, অবলোপন ও নতুন ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
সভায় জানানো হয়, ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে তাৎক্ষনিকভাবে ৪৬ জন গ্রাহকের থেকে নগদ ৭.২৫ কোটি টাকা, পুনঃতফসিল ২০.৭৫ কোটি টাকা এবং অবলোপন ৩.৪৫ কোটি টাকা—মোট ৩১.৪৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করা সম্ভব হয়েছে।
এসময় ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, আমি এর আগে মিডিয়ায় বক্তব্য রেখেছি। যেখানে বলেছি, ঋণ আদায়ে অগ্রনী ব্যাংক শীর্ষে। সেই তুলনায় রাজশাহী অবস্থান আরও ভাল করতে হবে। ক্লাসিফিকেশন ঋণ আগামী ডিসেম্বরের মধ্যে ১০% এর নিচে নামিয়ে আনতে হবে। এর জন্য ফলোআপ ও মনিটরিং বাড়াতে হবে। অগ্রণী ব্যাংক সর্বদা গ্রাহকবান্ধব সেবা ও টেকসই ব্যাংকিং ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়। খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আর্থিক স্থিতি আরও সুদৃঢ় করতে হবে। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।