ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

রাজশাহীতে দক্ষতা উন্নয়নে অগ্রণী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও দক্ষ ও সক্ষম করে তুলতে অগ্রণী ব্যাংক পিএলসি রাজশাহীতে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে।
এডিবি’র (এশীয় উন্নয়ন ব্যাংক) অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’ এর আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসির সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহীস্থ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার (জিএম) স্বপন কুমার ধর।
এসময় আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের রাজশাহী জোনাল অফিসের ডিজিএম আব্দুল লোকমান হাকিম, সিপিসিআরএমডি ও এসএমই ক্রেডিট বিভাগের ডিজিএম আব্দুল মোত্তালিব, এবং এজিএম ও ফ্যাকাল্টি সদস্য কাইয়ুম মিঞা।
দিনব্যাপী প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপিডি প্রোগ্রাম ও যুগ্ম পরিচালক মোহাম্মাদ ওয়াসিম।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আগত ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
পুরো নভেম্বর মাসব্যাপী চলমান এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা উদ্যোক্তা ব্যবস্থাপনা, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং প্রক্রিয়া ও উদ্ভাবনী উদ্যোগ পরিচালনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুসনে আরা শিখা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে ব্যবসায়িক দক্ষতায় গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক পিএলসি’র জিএম স্বপন কুমার ধর। তিনি বলেন, এই প্রশিক্ষণের আসল উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ ও সক্ষমতা বৃদ্ধি করা। অনেকের ভাল মেধা আছে, পরিকল্পনা আছে কিন্তু অর্থনৈতিক সমস্যার কারনে ব্যবসা বৃদ্ধি বা চালাতে পারছেনা। তাদের জন্য আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অর্থের সদব্যবহার। আপনি ব্লক বুটিকের জন্য ঋণ গ্রহন করলেন কিন্তু সেই টাকা অন্যখাতে ব্যবহার করলেন। অর্থাৎ পরবর্তীতে এই টাকাটার সঠিক ব্যবহার না করার ফলে আপনি ব্যাংকের ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন। এতে করে গ্রাহকের সাথে ব্যাংকের স্বাভাবিক সম্পর্ক থাকেনা। সর্বপরি এই প্রশিক্ষণে অংশগ্রহণকারি সকলের প্রতি শুভকামনা রইল। আপনারা এই প্রশিক্ষণ শেষ করে দেশের সেরা উদ্যোক্তা হিসেবে জায়গা করে নিবেন এই প্রত্যাশা রইল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে দক্ষতা উন্নয়নে অগ্রণী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

আপডেট সময় :

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও দক্ষ ও সক্ষম করে তুলতে অগ্রণী ব্যাংক পিএলসি রাজশাহীতে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে।
এডিবি’র (এশীয় উন্নয়ন ব্যাংক) অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’ এর আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসির সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহীস্থ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার (জিএম) স্বপন কুমার ধর।
এসময় আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের রাজশাহী জোনাল অফিসের ডিজিএম আব্দুল লোকমান হাকিম, সিপিসিআরএমডি ও এসএমই ক্রেডিট বিভাগের ডিজিএম আব্দুল মোত্তালিব, এবং এজিএম ও ফ্যাকাল্টি সদস্য কাইয়ুম মিঞা।
দিনব্যাপী প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপিডি প্রোগ্রাম ও যুগ্ম পরিচালক মোহাম্মাদ ওয়াসিম।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আগত ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
পুরো নভেম্বর মাসব্যাপী চলমান এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা উদ্যোক্তা ব্যবস্থাপনা, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং প্রক্রিয়া ও উদ্ভাবনী উদ্যোগ পরিচালনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুসনে আরা শিখা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে ব্যবসায়িক দক্ষতায় গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক পিএলসি’র জিএম স্বপন কুমার ধর। তিনি বলেন, এই প্রশিক্ষণের আসল উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ ও সক্ষমতা বৃদ্ধি করা। অনেকের ভাল মেধা আছে, পরিকল্পনা আছে কিন্তু অর্থনৈতিক সমস্যার কারনে ব্যবসা বৃদ্ধি বা চালাতে পারছেনা। তাদের জন্য আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অর্থের সদব্যবহার। আপনি ব্লক বুটিকের জন্য ঋণ গ্রহন করলেন কিন্তু সেই টাকা অন্যখাতে ব্যবহার করলেন। অর্থাৎ পরবর্তীতে এই টাকাটার সঠিক ব্যবহার না করার ফলে আপনি ব্যাংকের ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন। এতে করে গ্রাহকের সাথে ব্যাংকের স্বাভাবিক সম্পর্ক থাকেনা। সর্বপরি এই প্রশিক্ষণে অংশগ্রহণকারি সকলের প্রতি শুভকামনা রইল। আপনারা এই প্রশিক্ষণ শেষ করে দেশের সেরা উদ্যোক্তা হিসেবে জায়গা করে নিবেন এই প্রত্যাশা রইল।