সংবাদ শিরোনাম ::
রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুলতান মাহমুদ

মোঃ বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৬ বার পড়া হয়েছে
গোলাপগঞ্জের রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সুলতান মাহমুদকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নতুন নীতিমালা অনুসারে সুলতান মাহমুদ রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
সুলতান মাহমুদ সিলেট গ্রিনহিল স্টেট কলেজের প্রভাষক ও সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী, তিনি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের মাষ্টার আব্দুল মালিক এর চতর্থ পুত্র। বৃহস্পতিবার (৮ মে ২০২৫ ) শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালার আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।
যেখানে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন সুলতান মাহমুদ । তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক মহি উদ্দিন চৌধুরী জাকারিয়া সদস্য সচিব, আব্দুল হাদী পাবেল কে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক আব্দুল হালিম কে শিক্ষক প্রতিনিধি হিসাবে মনোনীত করা হয়েছে।
এদিকে, তরুণ সমাজকর্মী সুলতান মাহমুদ রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় এলাকাবাসীসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।
বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন নতুন সভাপতি সুলতান মাহমুদ। তিনি বলেন, ‘কেউ একা একা দায়িত্ব পালন করতে পারে না, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।