রামগতিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

- আপডেট সময় : ৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে সোমবার সকাল দশটায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । সভাপতিত্ব করে উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. গোলাম শওকত এমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম কুমার মিত্র, রামগতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদার হোসেন, আলেকজান্ডার কামিল মাদরাসার অধ্যক্ষ তৈয়ব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন, রামগতি উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক—কর্মচারী সমিতির সভাপতি তুহিনা আক্তারসহ প্রমুখ। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন লম্বাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনানী মজুমদার ও বালুরচর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শামীম হোসেন।
বক্তব্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদার জানান, এসইডিপি’র আওতায় ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি এবং এইচএসসি উত্তীর্ণ শিক্ষাবোর্ডের নির্বাচিত ৪০জন কৃতি শিক্ষার্থীকে নগদ টাকা, সম্মাননা, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। এদের মধ্যে এইচএসসিতে ১৬জনকে নগদ ২৫হাজার টাকা, এসএসসিতে ১৬জনকে ১০হাজার টাকা ৮জনকে বিশেষ সম্মননা পুরষ্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহায়তায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থাপিত ৫টি পাবলিক লাইব্রেরির আওতায় পাঠচক্র বিজয়ী ৬জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। এছাড়াও উপজেলার প্রত্যন্ত এলাকায় স্থাপিত বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।