রামগতিতে পাশের শীর্ষে বি.বি.কে পাইলট উচ্চ বিদ্যালয়
- আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে জিপিএ-৫ এবং পাশের হার উভয়ক্ষেত্রেই প্রথম হয়েছে রামগতি ভানী ভবানী কামেশ্বরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। গত ১০জুই, বৃহস্পতিবার ঘোষিত কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায়
উপজেলায় বহুল আলোচিত এ বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১৯৯জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১৫৩জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী। এ বিদ্যালয়ের পাশের হার ৭৬.৮৮শতাংশ।এ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তারা হচ্ছেন- আফরিন হক, নুশরাত জাহান, কুলসুমা বেগম, তানিশা আক্তার অহনা, মুনতাসির আরাফাত চয়ন, সাজ্জাতুল হক শামীন, নেফসা উদ্দীন নায়েব, পুণম চৌধুরী, শুভ্র সাহা, নায়েম হোসেন, সূর্য সাহা এবং আরাফাত হোসেন রুহান।ফলাফল বিররণী থেকে জানা যায়, বিজ্ঞান শাখা থেকে এ বছর ৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৬জন, ব্যবসায় শিক্ষা থেকে ৩১জন অংশ নিয়ে ২৫জন এবং মানবিক শাখ থেকে ১১১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭২জন উত্তীর্ণ হয়েছে।রামগতি বানী ভবানী কামেশ্বরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিবারই চমক সৃষ্টি করে ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ (জিল্লু) জানান, বিদ্যালয়ের কঠোর নিয়ম-কানুন, নিয়মিত ক্লাস ও শিক্ষার্থীদের পরিশ্রম শিক্ষকদের সর্বাত্মক চেষ্টার ফলেই এ ভালো অর্জন। আমরা আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখবো।উল্লেখ্য, এই বিদ্যালয়টি ১৯৩৩খ্রি. সালে ৯নং চরগাজী ইউনিয়নের রামগতি বাজারের মীর রোডে স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই ভালো লেখাপড়ার পাশাপাশি কঠোর নিয়ম-কানুন ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় পাবলিক পরীক্ষার ফলাফলসহ নানামূখী কার্যক্রমে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছে।


















