ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo কালিগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo মোংলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন Logo কক্সবাজারে পর্যটক নিরাপত্তায় রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের এডিআইজি আপেল মাহমুদ Logo সিরাজদিখানে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও অন্যান্য সামগ্রী বিতরণ Logo কালিগঞ্জে মাংসের দোকানে ভ্রাম্যমান আদালত Logo পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক দিনব্যাপি কর্মশালা Logo টেকনাফে পাহাড়ের পর সাগর পথে পাচার কালে ২৯ জন ভুক্তভোগী সহ মানব পাচারকারী চক্রের ৩ সদস্য আটক Logo তিতাসে বিএনপির লিপলেট বিতরণ Logo গোমস্তাপুরে জোরপূর্বক ধানীজমি দখলের চেষ্টা Logo কিশোরগঞ্জে রেলের গাছ কেটে বিক্রি করলেন কর্মচারীরা

রামগতিতে শিক্ষক-কর্মচারীর মিছিল ও সমাবেশ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগতিতে ২০ শতাংশ বাড়ীভাড়াসহ ৩ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীগণ।আজ মঙ্গলবার এ কর্মসূচি পালন করে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি। যৌথভাবে অংশ নেন উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতি, কলেজ শিক্ষক পরিষদ, বাংলাদেশ শিক্ষক ফোরামসহ বিভিন্ন সংগঠনের শিক্ষকও কর্মচারীরা।
২০শতাংশ বাড়ি ভাড়া, ১হাজার ৫শ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫শতাংশ উৎসব ভাতা- এ তিনটি দাবিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও রাস্তার হাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুজ জাহের। বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আলা উদ্দিন, আলেকজান্ডার কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবদুর রহমান, মাদরাসা শিক্ষক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, শিক্ষক সমিতির সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম , দপ্তর সম্পাদক মনিরুজ্জামান ইলিয়াসসহ কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। উল্লেখ্য, একই দাবিতে সারাদেশের ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের বৃহৎ একটি অংশ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১২অক্টোবর থেকে অবস্থান কর্মসূচিসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন আজিজীর নেতৃত্বে এ আন্দোলনে একাধিকবার সরকারের বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেও দাবি পূরণ না হওয়ায় এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রামগতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি মাদরাসা এবং ২টি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। সবকটি প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক বাই রোটেশনে ঢাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৯দিন ধরে সারাদেশের ন্যায় রামগতি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কর্মবিরতি পালন করছেন তারা। আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করেন শিক্ষকরা। বক্তারা বলেন, ‘মূল বেতনের ২০শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫শ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা আমাদের ন্যায্য দাবি। দাবি তিনটি মানা না হলে আন্দোলন চালিয়ে নেওয়া হবে। অন্যান্য সরকারি চাকুরীজীবিরা নিজ উপজেলায় চাকুরী করে ৪৫শতাংশ বাড়িভাড়া পেতে পারলে, আমাদের বেলায় কেন পাবো না! দাবি পুরন না হলে কর্মবিরতি পালন করে যাবো।’ বক্তারা আরো বলেন, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরসহ দুর দুরান্ত জেলা থেকে শিক্ষকরা রামগতিসহ সারাদেশে কর্মরত রয়েছেন। মাত্র ১হাজার টাকায় কোনো শিক্ষক-কর্মচারীরই বাড়িভাড়া হয় না। তাই তাঁদের সকল দাবি দ্রুত মেনে নেওয়ার আহবান জানান তারা। দাবি পূরনে তালবাহানা করায় বিক্ষোভ মিছিলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এর পদত্যাগ চেয়েও শ্লোগান দেন শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামগতিতে শিক্ষক-কর্মচারীর মিছিল ও সমাবেশ

আপডেট সময় :

লক্ষ্মীপুরের রামগতিতে ২০ শতাংশ বাড়ীভাড়াসহ ৩ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীগণ।আজ মঙ্গলবার এ কর্মসূচি পালন করে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি। যৌথভাবে অংশ নেন উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতি, কলেজ শিক্ষক পরিষদ, বাংলাদেশ শিক্ষক ফোরামসহ বিভিন্ন সংগঠনের শিক্ষকও কর্মচারীরা।
২০শতাংশ বাড়ি ভাড়া, ১হাজার ৫শ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫শতাংশ উৎসব ভাতা- এ তিনটি দাবিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও রাস্তার হাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুজ জাহের। বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আলা উদ্দিন, আলেকজান্ডার কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবদুর রহমান, মাদরাসা শিক্ষক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, শিক্ষক সমিতির সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম , দপ্তর সম্পাদক মনিরুজ্জামান ইলিয়াসসহ কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। উল্লেখ্য, একই দাবিতে সারাদেশের ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের বৃহৎ একটি অংশ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১২অক্টোবর থেকে অবস্থান কর্মসূচিসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন আজিজীর নেতৃত্বে এ আন্দোলনে একাধিকবার সরকারের বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেও দাবি পূরণ না হওয়ায় এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রামগতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি মাদরাসা এবং ২টি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। সবকটি প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক বাই রোটেশনে ঢাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৯দিন ধরে সারাদেশের ন্যায় রামগতি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কর্মবিরতি পালন করছেন তারা। আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করেন শিক্ষকরা। বক্তারা বলেন, ‘মূল বেতনের ২০শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫শ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা আমাদের ন্যায্য দাবি। দাবি তিনটি মানা না হলে আন্দোলন চালিয়ে নেওয়া হবে। অন্যান্য সরকারি চাকুরীজীবিরা নিজ উপজেলায় চাকুরী করে ৪৫শতাংশ বাড়িভাড়া পেতে পারলে, আমাদের বেলায় কেন পাবো না! দাবি পুরন না হলে কর্মবিরতি পালন করে যাবো।’ বক্তারা আরো বলেন, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরসহ দুর দুরান্ত জেলা থেকে শিক্ষকরা রামগতিসহ সারাদেশে কর্মরত রয়েছেন। মাত্র ১হাজার টাকায় কোনো শিক্ষক-কর্মচারীরই বাড়িভাড়া হয় না। তাই তাঁদের সকল দাবি দ্রুত মেনে নেওয়ার আহবান জানান তারা। দাবি পূরনে তালবাহানা করায় বিক্ষোভ মিছিলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এর পদত্যাগ চেয়েও শ্লোগান দেন শিক্ষকরা।