রামুতে ৪ কোটি টাকার ইয়াবাসহ যুবক আটক

- আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার, ২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় রামু থানাধীন রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কে অভিযান চালিয়ে ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করে রামু থানা পুলিশ ।
আটক যুবক আবু তাহের (২৫) কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
রামু থানার নবাগত ওসি আরিফ হোসাইন ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবু তাহের নামের এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানাগেছে পার্বত্য বান্দর বানের সোনাই ছড়ি – পান্জেখানা সড়কটি ইয়াবা,বাংলা চোলাই মদের নিরাপদ সড়ক হিসেবে ব্যবহারিত হয়ে আসছে। ইতিপুর্বে ওই সড়কে ২৮ লক্ষ টাকার ইয়াবা লুঠ হয়।
ওই ঘটনায় রামু থানায় মামলা হলেও পুলিশ রহস্য জনক কারনে আসামীদের ধরার ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেনা বলে জানাগেছে।