সংবাদ শিরোনাম ::
রামু রশিদ নগরে কুকুরের উৎপাতে: আতঙ্কিত এলাকাবাসী

নুরুল আমিন রামু (কক্সবাজার)
- আপডেট সময় : ০২:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের তৎপাত ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গত দু’ সপ্তাহে স্কুল, মাদ্রাসা, নূরানী ও কলেজ পড়ুয়া ডজনখানেক কোমলমতি শিশু ও শিক্ষার্থী কুকুরের আক্রমণের শিকার হয়েছে।
রশিদ নগর এলাকার তিলোত্তমা সিকদার জানান বেওয়ারিশ কুকুরের উপদ্রপে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। চলতি মাসের ২ মে বিকালে ৫ বছরের শিশু সায়েদ কে মাদ্রাসায় যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হয়েছে। সে রাবেয়া রশিদ নূরানী মাদ্রাসার নার্সারী শ্রেণির শিক্ষার্থী।শিশু সায়েদ এর সংকটাপন্ন হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। একই নূরানী মাদ্রাসার ৬ বছরের শিশু আরাফাত ও ৪ বছরের শিশু মোহাম্মদ বেওয়ারিশ কুকুরের আক্রমণের কবলে পড়েছে।
সমাজসেবক মেহেদী জানান,বেওয়ারিশ কুকুরের আক্রমনে রশিদ নগরে কয়েক ডজন শিশু,নারী,পুরুষ আক্রান্ত হলে ও রহস্য জনক কারণে প্রশাসন নির্বিকার রয়েছে। এ ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম জানান, বেওয়ারিশ কুকুরের উপদ্রপের বিষয়টি অবগত হয়েছি।বেওয়ারিশ কুকুরের উপদ্রপ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।