রায়পুরে তুচ্ছ ঘটনায় চাচাকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা (দেলোয়ার) কে কুপিয়ে জখম করেছে ভাতিজা। হামলায় জড়িত ব্যক্তিদের নাম মামুন ও তার ছেলে অন্তর।
গত শনিবার ৪ (অক্টোবর) সকাল ৯ টার দিকে রায়পুরের ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন বর্তমানে চাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে আহতের বড় মেয়ে নাজমা বেগম বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করে।
মামলায় হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, আহত দেলোয়ার হোসেন আমার বাবা হয়। আমার বাবা বয়বৃদ্ধ ও শারীরিক ভাবে নানা রোগে আক্রান্ত। আমার দুই ভাই প্রবাসে থাকে। বিবাদীগণের সাথে আমাদের পূর্ব জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন উচিলা ধরে আমাদের পরিবারের লোকজনদের উপর অত্যাচার নির্যাতন করত। ঘটনার দিন সকাল ৯টার সময় আমাদের কয়েকটি হাঁস, মুরগী তাদের উঠানে গেলে তারা গালমন্দ শুরু করে। ফলে আমার বাবা তাদেরকে গালমন্দ করতে বারন করলে বিবাদী মামুন ও তার ছেলে অন্তর ধারালো দা, ছেনী, লোহার রড দিয়ে আমার পিতাকে একা পেয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত দেলোয়ার হোসেনের চিৎকার শুনে আমরা দৌড়ে এলে মামুন ও তার ছেলে অন্তর সেখান থেকে পালিয়ে যায়। ফলে আমরা তাকে আধ-মরা অবস্থায় গাড়িতে উঠিয়ে দেয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।
আহতের পুত্রবধু বলেন, যদি আমরা সময় মত দৌড়ে না আসতাম তাহলে আমার শ্বশুরকে মেরেই ফেলত মামুন ও তার ছেলে অন্তর। এবং আমার শ্বাশুড়ি ও ননদকে শ্লীলতাহানি করছে মামুনের বাবা লুৎফর রহমান। হাসপাতালে নেওয়ার সময় আমার শ্বশুর প্রায় অজ্ঞান ছিলেন। জখমের কাটা স্থলে ২০টি সেলাই দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রায়পুর থানা ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলা হয়েছে। আসামিরা পলাতক। আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।





















