ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাশিযায় কনসার্ট হলে হামলা, ৪ অভিযুক্তর বিচার শুরু ২২ মে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মস্কোয় কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় ঘটনায় সন্ত্রাসবাদে গ্রেপ্তার ৪জনকে অভিযুক্ত করে আগামী ২২মে বিচার শুরু আদেশ দিয়েছে রাশিয়ার আদালত।

গত শুক্রবার রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

অভিযুক্ত ৪ জনই ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিজেদের দায় স্বীকার করেছে। রিমান্ড থেকে অসুস্থ অবস্থায় এদিন তাদেরকে আদালতে তোলা হয়।

সিটি হলে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস। তারা হামলার একটি ভিডিও প্রচার করেছে।

রাশিয়ান জানিয়েছে, অভিযুক্ত ৪ আইএস সদস্য হচ্ছে, দালেরদজহন মিরজোয়েভ, সাইদাক্রামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও মুহাম্মাদসোবির ফায়জভ। চারজনের বিরুদ্ধেই সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনেছে রাশিয়ার আদালত।

জিজ্ঞাসাবাদের সময় মারধরের কারণে মিরজোয়েভ ও রাচাবালিজোদার চোখের নিচে কালশিটে পড়ে গেছে। আরেক জঙ্গি রাচাবালিজোদার কানে ছিলো ব্যান্ডেজ।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, হামলার প্রায় ১৪ ঘণ্টা পর ব্রায়ানস্ক অঞ্চলে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত চার জঙ্গিই রাশিয়ার নাগরিক এবং তারা হামলার সব দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। আগামী ২২ মে অভিযুক্তদের বিচার শুরু হবে এবং বিচার চলাকালীন চারজনই বন্দী থাকবে বলে আদালতের বিবৃতিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিযায় কনসার্ট হলে হামলা, ৪ অভিযুক্তর বিচার শুরু ২২ মে

আপডেট সময় : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

 

মস্কোয় কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় ঘটনায় সন্ত্রাসবাদে গ্রেপ্তার ৪জনকে অভিযুক্ত করে আগামী ২২মে বিচার শুরু আদেশ দিয়েছে রাশিয়ার আদালত।

গত শুক্রবার রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

অভিযুক্ত ৪ জনই ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিজেদের দায় স্বীকার করেছে। রিমান্ড থেকে অসুস্থ অবস্থায় এদিন তাদেরকে আদালতে তোলা হয়।

সিটি হলে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস। তারা হামলার একটি ভিডিও প্রচার করেছে।

রাশিয়ান জানিয়েছে, অভিযুক্ত ৪ আইএস সদস্য হচ্ছে, দালেরদজহন মিরজোয়েভ, সাইদাক্রামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও মুহাম্মাদসোবির ফায়জভ। চারজনের বিরুদ্ধেই সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনেছে রাশিয়ার আদালত।

জিজ্ঞাসাবাদের সময় মারধরের কারণে মিরজোয়েভ ও রাচাবালিজোদার চোখের নিচে কালশিটে পড়ে গেছে। আরেক জঙ্গি রাচাবালিজোদার কানে ছিলো ব্যান্ডেজ।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, হামলার প্রায় ১৪ ঘণ্টা পর ব্রায়ানস্ক অঞ্চলে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত চার জঙ্গিই রাশিয়ার নাগরিক এবং তারা হামলার সব দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। আগামী ২২ মে অভিযুক্তদের বিচার শুরু হবে এবং বিচার চলাকালীন চারজনই বন্দী থাকবে বলে আদালতের বিবৃতিতে জানানো হয়েছে।