ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নাটোরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি Logo কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন Logo বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী Logo মনোহরগঞ্জে পরিবেশ দূষণে প্রস্তুত হচ্ছে অবৈধ ইটভাটা Logo বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ Logo রামুতে ৯২০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন আটক Logo জয়পুরহাটে সফল পোল্ট্রি উদ্যোক্তা টুকু-কর্মসংস্থান শতাধিক Logo বগুড়ায় বাপা জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক Logo এনসিপির সঙ্গে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী ও পক্ষপাতদুষ্ট আচরণ করছে: সারজিস Logo কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় চার বিজিবি সদস্য আহত

কুমিল্লায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার মুক্তি হলেও এটিএম আজহারের বিষয় হাইকোর্ট দেখানো হচ্ছে 

মহিউদ্দিন আকাশ 
  • আপডেট সময় : ২৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন- বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন তাদেরকে ছাত্র-জনতার স্প্রিরিট ধারণ করতে হবে। সবক্ষেত্রে হাইকোর্ট দেখানো চলবে না। কারণ জুলাই-আগস্টের বিপ্লব হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন কারাগারে আটক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটি এম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এ সংক্রান্ত এক প্রশ্ন জবাবে তিনি বলেন আইনি বিভিন্ন বিষয় থাকার পরও রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অনেকে। অথচ এটিএম আজহারুলের ক্ষেত্রে আইনের কথা বলা হচ্ছে। হাইকোর্টের দোহাই দেয়া হচ্ছে। তিনি এ ধরনের বৈষম্যের প্রতিবাদ জানান। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মিলনায়তনে মহানগর শিবিরের সেমিনারে এসব মন্তব্য করেন তিনি। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মহানগর সভাপতি হাছান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান।

সেমিনারে কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুর সংখ্যক শিক্ষার্থী , শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বিভিন্ন বাণী সম্বলিত ব্যানার-ফেস্টুনে সাজানো হয় পুরো টাউন হল মিলায়তন। বিলবোর্ডে স্থান পায় সাঈদী, কাদের মোল্লা, কামারুজ্জামান, আবরার ফাহাদ ও আবু সাঈদ-মুগ্ধসহ বিভিন্ন শহীদদের ছবি। শিবির সভাপতি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে সেরা রাজনীতিবিদ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)। তাঁর আদর্শ বাস্তবায়ন করতে পারলে পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে। শিক্ষার্থীদৈর উদ্দেশে তিনি বলেন- পৃথিবীতে প্রতিটি মানুষই কোনো কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন। তবে তার বিকাশ ঘটাতে হবে পরিকল্পিতভাবে। অন্যথায় কোনো প্রতিভাই কাজে আসবে না। তিনি শিক্ষার্থীদের প্রতিভাকে ইসলামের পথে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন কোনো সহপাঠী বিপথে চলে গেলে তাকে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে প্রেত্যেককে নিজস্ব অবস্থান থেকে ভুমি রাখতে তিনি পরামর্শ দেন।
তিনি বলেন প্রতিষ্ঠাকাল থেকে কোনো কথা বা কাজের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়নি শিবির। বরং গত ৪৮ বছরে যেসব মানুষ তৈরি করেছে, তারা তাদের কথা ও কাজের মাধ্যমে দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন।

মূল প্রবন্ধে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্বানুভূতি না থাকলে সুনাগরিক হওয়া যায় না। একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে সে দেশের সকল নাগরিককে হতে হবে সৎ দক্ষ ও দেশপ্রেমিক। অতএব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভিশন হচ্ছে সৎ দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরি করা। মহানগর শিবির সভাপতি হাছান আহমেদ বলেন- প্রতিষ্ঠালগ্ন থেকেই সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রক্তপিচ্ছিল ও কন্টকাকীর্ণ পথ অতিক্রম করেই এ পথে এসেছে। তাই কোনো ষড়যন্ত্র বা প্রতিবন্ধকতা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার মুক্তি হলেও এটিএম আজহারের বিষয় হাইকোর্ট দেখানো হচ্ছে 

আপডেট সময় :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন- বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন তাদেরকে ছাত্র-জনতার স্প্রিরিট ধারণ করতে হবে। সবক্ষেত্রে হাইকোর্ট দেখানো চলবে না। কারণ জুলাই-আগস্টের বিপ্লব হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন কারাগারে আটক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটি এম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এ সংক্রান্ত এক প্রশ্ন জবাবে তিনি বলেন আইনি বিভিন্ন বিষয় থাকার পরও রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অনেকে। অথচ এটিএম আজহারুলের ক্ষেত্রে আইনের কথা বলা হচ্ছে। হাইকোর্টের দোহাই দেয়া হচ্ছে। তিনি এ ধরনের বৈষম্যের প্রতিবাদ জানান। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মিলনায়তনে মহানগর শিবিরের সেমিনারে এসব মন্তব্য করেন তিনি। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মহানগর সভাপতি হাছান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান।

সেমিনারে কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুর সংখ্যক শিক্ষার্থী , শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বিভিন্ন বাণী সম্বলিত ব্যানার-ফেস্টুনে সাজানো হয় পুরো টাউন হল মিলায়তন। বিলবোর্ডে স্থান পায় সাঈদী, কাদের মোল্লা, কামারুজ্জামান, আবরার ফাহাদ ও আবু সাঈদ-মুগ্ধসহ বিভিন্ন শহীদদের ছবি। শিবির সভাপতি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে সেরা রাজনীতিবিদ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)। তাঁর আদর্শ বাস্তবায়ন করতে পারলে পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে। শিক্ষার্থীদৈর উদ্দেশে তিনি বলেন- পৃথিবীতে প্রতিটি মানুষই কোনো কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন। তবে তার বিকাশ ঘটাতে হবে পরিকল্পিতভাবে। অন্যথায় কোনো প্রতিভাই কাজে আসবে না। তিনি শিক্ষার্থীদের প্রতিভাকে ইসলামের পথে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন কোনো সহপাঠী বিপথে চলে গেলে তাকে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে প্রেত্যেককে নিজস্ব অবস্থান থেকে ভুমি রাখতে তিনি পরামর্শ দেন।
তিনি বলেন প্রতিষ্ঠাকাল থেকে কোনো কথা বা কাজের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়নি শিবির। বরং গত ৪৮ বছরে যেসব মানুষ তৈরি করেছে, তারা তাদের কথা ও কাজের মাধ্যমে দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন।

মূল প্রবন্ধে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্বানুভূতি না থাকলে সুনাগরিক হওয়া যায় না। একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে সে দেশের সকল নাগরিককে হতে হবে সৎ দক্ষ ও দেশপ্রেমিক। অতএব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভিশন হচ্ছে সৎ দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরি করা। মহানগর শিবির সভাপতি হাছান আহমেদ বলেন- প্রতিষ্ঠালগ্ন থেকেই সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রক্তপিচ্ছিল ও কন্টকাকীর্ণ পথ অতিক্রম করেই এ পথে এসেছে। তাই কোনো ষড়যন্ত্র বা প্রতিবন্ধকতা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।