দুর্ঘটনার আড়ালে নাশকতা!

- আপডেট সময় : ০১:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
রাজধানীর পার্শ্ববর্তী সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডসহ দেশের বিভাগীয় এবং জেলা শহরে অন্ততঃ দশটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসকল অগ্নিকান্ডের ফলে মানুষের মৃত্যুর পাশাপাশি ব্যাপক অর্থ সম্পদের ক্ষতি সাধিত হয়েছে। এ ছাড়া বাকী অগ্নিকান্ডের ঘটনাগুলো পিলখানা বিজিবি সদর দফতর, রাজধানীর আগারগাঁয়ের মুক্তিযুদ্ধ যাদুঘর, রাঙ্গামাটি আলোচিত পর্যটন কেন্দ্র সাজেক, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প, শাহজাহানপুরে আবাসিক হোটেলে, গাবতলী ও ভাষানটেক বস্তি এবং বাংলাদেষ সচিবালয়ে এ সকল অঘ্নিকা-ের ঘটনা ঘটেছে। পহেলা মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত দশ দিনে এসকল অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় প্রানহানির মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি আগুনের ঘটনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে। দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড, মুক্তিযুদ্ধ যাদুঘর, সাজেক, রোহিঙ্গা ক্যাম্পের ঘটনায় জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছেন, দেশের ক্রান্তিলগ্নে কোনো অশুভচক্র এ সকল নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে। এসকল ঘটনাগুলো দুর্ঘটনা নাকি নাশকতা। এসকল প্রশ্ন এখন সকলের মনে ঘোরপাক খাচ্ছে। এনিয়ে মানুষের মাঝে রয়েছে ব্যাপক সমালোচনা। তদন্ত রিপোর্ট দিয়ে ঘটনার কারণ নির্ণয়ে কমিটির কর্মকর্তাদেও কাছে দাবি জানানো হচ্ছে। তাদের দাবি তদন্ত হলেও রিপোর্ট আলোর মুখ দেখেনা।
জানা যায়, সাভারের আমিনবাজারে-পাওয়ার-গ্রিডে আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার সকালে ৪০০/২৩০ কেভি সাবস্টেশন পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এটি নির্বাপণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকার সাভার উপজেলার আমিনবাজারে মঙ্গলবার ৪০০/২৩০ কেভি সাবস্টেশন পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন লাগা ট্রান্সফরমার শনাক্তের চেষ্টা করা হয়। আমরা একটি ট্রান্সফরমারে আগুন শনাক্ত করেছি। আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারেনি।
তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ এখনও জানা যায়নি। প্রযুক্তিগত বিষয় থাকায় আগুন নির্বাপণের পর গঠিত তদন্ত কমিটি বিস্তারিত বলতে পারবে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগুনে কোনো হতাহত নেই। আগুন শুধু একটি ট্রান্সফরমারে লেগেছে। ব্যাকআপ ট্রান্সফরমার থাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হচ্ছে না। এ কর্মকর্তা জানান, কল্যাণপুর, মিরপুর, সাভার, চামড়াশিল্প নগরী, কুর্মিটোলা, সিদ্দিক বাজারসহ বিভিন্ন স্টেশন থেকে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিজিবি দপ্তরে আগুন : রাজধানীর পিলখানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদর দপ্তরে অগ্নিকান্ডের ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিম্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন। গত সোমবার রাতে তিনি জানান, বিজিবি সদর দপ্তরে একটি আবাসিক কোয়ার্টারে ১০ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে সোমবার রাত ৯টা ২৫ মিনিটে। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট যোগ দিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। শাহজাহান হোসেন আরও বলেন, অগ্নিকান্ডের ঘটনায় দুজন নারী ও দুজন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এই ডিউটি অফিসার।
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন : রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেল রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত সোমবার সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ছয়তলা ভবনের নিচতলায় জেনারেল রুমে আগুন লাগে। ৯টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিস সেক্রেটারি কোহিনুর আক্তার বলেন, নিচতলার জেনারেটর রুমে অগ্নিকান্ড ঘটেছে। সেখানে জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সাজেকে অগ্নিকান্ড : বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, গত সোমবার বিকেলে পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে ১২০টিরও বেশি রিসোর্ট, কটেজ ও ঘরবাড়ি পুড়ে যায়। এরপর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাজেকে ভ্রমন সাময়িক বন্ধ ঘোষনা করা হয়।
রাঙ্গামাটির পর্যটন এলাকায় সাজেকে সোমবার ভয়াবহ অগ্নিকান্ডের পর নিরাপত্তার স্বার্থে পর্যটকদের সেখানে আপাতত ভ্রমণে যেতে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। অগ্নিকান্ডের পর সেখান থেকে পর্যটকদের সরিয়ে নেয়া হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, গত সোমবার বিকেলে ভয়াবহ আগুনে ১২০টিরও বেশি রিসোর্ট, কটেজ ও ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, সাজেক পর্যটন স্পটে অগ্নিকান্ডে ১২০টি রিসোর্ট, কটেজ, স্থানীয় জনগণের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পর্যটন স্পট থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনীর স্থানীয় সদস্য, বিজিবি সদস্য, স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে আগুন : টেকনাফের নয়াপাড়ার মৌচনি ক্যাম্পের জি-ব্লকে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শিশুর মৃত্যু হয়। এ ছাড়া শতাধিক বাড়িঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া যায়। এবিষয়ে নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান বলেন, ক্যাম্পে আগুন লাগলে মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এ সময় আগুনে পুড়ে মৃত্যু হয় পাঁচ বছর বয়সী এক শিশুর। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আবাসিক হোটেলে আগুন : রাজধানীর শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলে গত সোমবার আগুন লাগার ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমদাদ সাগর (৩২) তাদেরই একজন। গত বৃহস্পতিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী। তিনি বলেন, গুলশান থানার পুলিশ বিষয়টি অবগত করে নিহতের একটি ছবি পাঠায়। পরে স্থানীয়ভাবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। ঘটনার সময় ভবনের ভেতরে থাকা অনেকে কাঁচের দেয়াল ভেঙে লাফিয়ে নিচে নামেন। প্রাণ বাঁচাতে ছাদে যাওয়ার চেষ্টা করছিলেন তিনজন। কিন্তু গেট তালাবদ্ধ থাকায় তাদের মুখোমুখি হতে হয় চরম নির্মমতার। তারা সেখানেই পড়ে মারা যান। আরেকজনের লাশ পাওয়া যায় এক কক্ষের শৌচাগারে। নিহতদের চারজনই পুরুষ।
সচিবালয়ে আগুন : গত ২৫ ডিসেম্বর গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে ৭ নম্বর ভবনে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাব। দেয়াল ও মেঝেতে বড় ক্ষতি হয়েছে। ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই। এ জন্য অস্থায়ীভাবে বিকল্প অফিস করছে মন্ত্রণালয়গুলো।
গাবতলীতে বস্তিতে আগুন : রাজধানীর গাবতলীতে একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গত বুধবার রাত ৩টার দিকে শাহী মসজিদের পাশের বস্তিতে এ আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি বলেন, রাত ৩টা ৮ মিনিটে আমাদের কাছে খবর আসে গাবতলী শাহী মসজিদ বস্তিতে অগ্নিকান্ড ঘটেছে। খবর পেয়ে একে একে ৮টি ইউনিট পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
ভাষানটেক বস্তিতে আগুন : ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।