ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাস্তা দখল করে অবৈধভাবে যানবাহন রাখায় ঢাকার যানজট

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

ফকিরাপুল পানির চ্যাঙ্কির সামনের রাস্তা দখল করে রিক্সাভ্যানের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ঢাকার যানজটের অন্যতম উৎস হচ্ছে রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল হয়ে যাওয়া। বিভিন্ন সড়কের দুই পাশে অবৈধভাবে রাস্তা দখল করে বিভিন্ন ধরণের যানবাহন রাখার ফলে যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য এবং এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণেও মহানগরীতে যানজটের অন্যতম কারণ বলে মনে করেন নগরবাসী।

ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশ দখল করে অবৈধভাবে বিভিন্ন পণ্যের দোকান, রিক্সাভ্যান, অফিসের গাড়ি, যানবাহনের অবৈধ স্ট্যান্ড, নির্মাণ সামগ্রী ইত্যাদি রাখায় যানজট সৃষ্টি হয়ে থাকে।

অপরিকল্পিত নগরায়ণের পাশাপাশি মানুষের ও যানবাহন চালকের অসচেতনা, ট্রাফিক পুলিশের সীমাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালকের আইন না মানার প্রবণতা ঢাকায় দিন দিন যানজট প্রকট হচ্ছে।

মতিঝিল বাণিজ্যিক এলাকা, বায়তুল মোকাররম, পুরানা পল্টন, নয়াপল্টন, ফকিরেরপুল, ভিআইপি রোড, বিজয় নগর ইত্যাদি এলাকার অর্ধেক রাস্তাই বেদখল। ভিআইপি রোডের ফকিরেরপুল মোড় থেকে কাকরাইল নাইট অ্যাঙ্গেল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে বিভিন্ন যানবাহন রাখা ও দোকানপাটের কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকে।

তেমনিভাবে ফকিরেরপুল মোড় থেকে মতিঝিল পর্যন্ত রাস্তার দুই পাশ দখল করে অবৈধভাবে রিক্সা মেরামত, নানা পণ্যের দোকান, চায়ের দোকান, বিভিন্ন খাবারের দোকান গড়ে ওঠেছে। একারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ফকিরেরপুল মোড়, দৈনিক বাংলার মোড়, পুরানা পল্টন মোড় এলাকার রাস্তার অধিকাংশ স্থান অবৈধভাবে দখর করে নানা রকমের দোকান গড়ে তোলা হয়েছে।

ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় পথচারিদের রাস্তা দিয়ে চলাচল করতে হয়। তাতে অনেক সময় দুর্ঘটনার শিকার হন পথচারিরা। অথচ বছরের পর বছর এসব রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে নানা রকমের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। তার খেসারত দিতে হচ্ছে সাধারণ পথচারিদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাস্তা দখল করে অবৈধভাবে যানবাহন রাখায় ঢাকার যানজট

আপডেট সময় : ১২:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

 

ঢাকার যানজটের অন্যতম উৎস হচ্ছে রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল হয়ে যাওয়া। বিভিন্ন সড়কের দুই পাশে অবৈধভাবে রাস্তা দখল করে বিভিন্ন ধরণের যানবাহন রাখার ফলে যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য এবং এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণেও মহানগরীতে যানজটের অন্যতম কারণ বলে মনে করেন নগরবাসী।

ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশ দখল করে অবৈধভাবে বিভিন্ন পণ্যের দোকান, রিক্সাভ্যান, অফিসের গাড়ি, যানবাহনের অবৈধ স্ট্যান্ড, নির্মাণ সামগ্রী ইত্যাদি রাখায় যানজট সৃষ্টি হয়ে থাকে।

অপরিকল্পিত নগরায়ণের পাশাপাশি মানুষের ও যানবাহন চালকের অসচেতনা, ট্রাফিক পুলিশের সীমাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালকের আইন না মানার প্রবণতা ঢাকায় দিন দিন যানজট প্রকট হচ্ছে।

মতিঝিল বাণিজ্যিক এলাকা, বায়তুল মোকাররম, পুরানা পল্টন, নয়াপল্টন, ফকিরেরপুল, ভিআইপি রোড, বিজয় নগর ইত্যাদি এলাকার অর্ধেক রাস্তাই বেদখল। ভিআইপি রোডের ফকিরেরপুল মোড় থেকে কাকরাইল নাইট অ্যাঙ্গেল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে বিভিন্ন যানবাহন রাখা ও দোকানপাটের কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকে।

তেমনিভাবে ফকিরেরপুল মোড় থেকে মতিঝিল পর্যন্ত রাস্তার দুই পাশ দখল করে অবৈধভাবে রিক্সা মেরামত, নানা পণ্যের দোকান, চায়ের দোকান, বিভিন্ন খাবারের দোকান গড়ে ওঠেছে। একারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ফকিরেরপুল মোড়, দৈনিক বাংলার মোড়, পুরানা পল্টন মোড় এলাকার রাস্তার অধিকাংশ স্থান অবৈধভাবে দখর করে নানা রকমের দোকান গড়ে তোলা হয়েছে।

ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় পথচারিদের রাস্তা দিয়ে চলাচল করতে হয়। তাতে অনেক সময় দুর্ঘটনার শিকার হন পথচারিরা। অথচ বছরের পর বছর এসব রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে নানা রকমের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। তার খেসারত দিতে হচ্ছে সাধারণ পথচারিদের।