রাস্তা নয় যেন মরণ ফাঁদ!

- আপডেট সময় : ১২:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার,চকরিয়া পৌরসভার আওতাধীন ০৮ নং ওয়ার্ডের মাস্টারপাড়া বাঁশ ঘাট রোডের সংলগ্ন রাস্তাটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে।স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের ভোগান্তি এখন চরমে।এছাড়াও প্রতিনিয়ত চলাচল করে বাশঁ ব্যবসায়ীদের বড় ট্রাক, মিনি পিকআপ পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোভ্যান, ইজিবাইকসহ চলে বিভিন্ন যানবাহন।
স্থানীয়রা জানান, প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা এ রাস্তায় ঘটে। কখনো গাড়ি উল্টে খাদে পড়ে যায়, আবার কখনও মনের ভুলে পথচারী।
এ সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।এলাকাবাসীর অভিযোগ রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম এবং সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির কারণেই এই দুরাবস্থা।দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের প্রাণহানির শঙ্কা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্থানীয় জনপ্রতিনিধি কেউ এই বিষটি আমলে নিচ্ছেন না। কর্তৃপক্ষের নাকের ডগায় থাকলেও কোন লাভ হচ্ছে না স্থানীয় ভুক্তভোগীদের। রাস্তাটি বেহাল দশা গত ১ বছর ধরে।অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।