রেমিট্যান্স পাঠাতে ইতালিতে প্রবাসীদের ভিড়

- আপডেট সময় : ০১:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
ইতালিতে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি মুসলমানদের জন্য রমজান ও ঈদ বিশেষ আনন্দের সময়। তবে এই সময়টিকে ঘিরে দেশে থাকা পরিবার-পরিজনের জন্য অর্থ পাঠানোর ব্যস্ততাও বেড়ে যায়। ইতালির বিভিন্ন শহরে অনুমোদিত মানি এক্সচেঞ্জ এজেন্সিগুলোতে প্রবাসীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রমজান মাসে পরিবারের জন্য অতিরিক্ত খরচের যোগান দিতে এবং ঈদের উৎসব আরও আনন্দমুখর করতে ইতালি থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ে। প্রবাসীদের অনেকেই মাসিক সঞ্চিত অর্থের পাশাপাশি অতিরিক্ত আয়ের অংশটুকু দেশে পাঠিয়ে থাকেন। মিলান, রোম, নাপোলি, ভেনিসসহ বিভিন্ন শহরে বৈধ মানি ট্রান্সফার এজেন্সিগুলোতে এখন রেমিট্যান্স পাঠানোর ভিড় লেগেই আছে। বিশেষ করে ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, ফাস্ট সিকিউরিটি এবং বিভিন্ন স্থানীয় মানি এক্সচেঞ্জ অফিসগুলোতে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে প্রবাসীরা প্রিয়জনদের কাছে অর্থ পাঠাচ্ছেন। স্থানীয় মানি এক্সচেঞ্জ এজেন্সি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান এবং ঈদের সময় প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এছাড়া ইতালিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা আইন মেনে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। একজন প্রবাসী বাংলাদেশি বলেন, “আমরা সারা বছর পরিশ্রম করি পরিবারকে একটু ভালো রাখার জন্য। রমজান আর ঈদে যেন তারা একটু ভালো থাকতে পারে, সে জন্য যতটুকু পারি বেশি টাকা পাঠানোর চেষ্টা করি।” ইতালি থেকে পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি আরও চাঙা হবে।