সংবাদ শিরোনাম ::
র্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ৮৯ বার পড়া হয়েছে
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬ ও ৪ এর যৌথ আভিযানিক দল। গতকাল রোববার রাত আনুমানিক পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এ যৌথ আভিযানে ঢাকা জেলার সাভার থানার হারুরিয়া(পুকুরপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড,ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রিন্স মোল্লা(৪০) গ্রেফতার করে সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে ছিরু মোল্লা ছেলে। খুলনা র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান-গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















