লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
- আপডেট সময় : ০৯:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার ৪ সাংবাদিককে দুইদিন জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। রোববার (৩ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
এর আগে সকালে ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে আদালতের সামনে জেলা নাগরিক অধিকার ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
অভিযুক্তরা হলেন, ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখাওয়াত হোসেন। তারা পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি।
বাদীর আইনজীবী হাছিবুর রহমান বলেন, আমরা অভিযুক্তদের ৭ দিনের রিমান্ড চেয়েছি। আদালত বিষয়টি আমলে নিয়ে জেল গেইটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন।
সকালে মানববন্ধনে নিহত ইকবালের বাবা মোস্তফা কামাল, মা সুফিয়া বেগম ও স্ত্রী শারমিন আক্তার রিমুসহ অর্ধশতাধিক লোক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার (২৭ অক্টোবর) রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিলে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মোস্তফা তারেক রবিনের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।
এদিকে মোস্তফার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে সোমবার (২৮ অক্টোবর) তার স্ত্রী শারমিন আক্তার রিমু বাদী হয়ে ৪ সাংবাদিকের নামে মামলা করেন। ঘটনার দিন বিকেলেই পুলিশ অভিযুক্তদের আটক করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।