লন্ডন নয়, উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে পৌছেন শেখ হাসিনা

- আপডেট সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
লন্ডন নয়, ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে পৌছেন শেখ হাসিনা। ভারতের রাজধানী দিল্লীর সীমান্তবর্তী উত্তর প্রদেশের অবস্থিত গাজিয়াবাদে ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে পৌছান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সঙ্গে রয়েছেন তাঁর ছোট বোন শেখ রেহানা। শেষ পর্যন্ত হাসিনা ভারতেই রাজনৈতিক আশ্রয়ে থাকবেন না কি লন্ডনে যাবেন, তা নিয়ে জল্পনা রয়েছে।
সোমবার বেলা ১২টা নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সামরিক কপ্টারে দেশত্যাগ করেন এবং তিনটে নাগাদ ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌছান।
শেখ হাসিনা প্রাথমিকভাবে ত্রিপুরায় আগরতলায় নামার পর সেখান থেকে তাকে আসাম রাইফেলসের সপ্তরে নিয়ে আসা হয়। সেখান থেকে তিনি যান গাজিয়াবাদে। যদিও হাসিনা ভারতেই রাজনৈতিক আশ্রয়ে থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
কোনও কোনও সূত্রে জানা গিয়েছে, হাসিনা লন্ডনে আশ্রয় নিতে পারেন। হাসিনার ভবিষ্যৎ নিয়ে আপাতত পররাষ্ট্র পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তিনি বলেন, অন্তর্র্বতী সরকার গঠন করে দেশ চালানো হবে।
সি-১৩০ পরিবহন বিমানে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানটি ভারতীয় বায়ুসেনার সি-১৭ এবং সি-১৩০ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট হ্যাঙ্গারের কাছে পার্ক করা হবে।
সূত্র জানায়, গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর থেকে ভারতীয় বিমান বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির দ্বারা বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছিল।