লালপুরে পিচ ঢালা সড়কে মাটি দিয়ে চলছে গর্ত ভরাট
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অদুরে একটি ব্রীজের সামনে মাটি ও মাটি মিশ্রিত পুরনো ইট দিয়ে চলছে পিচ ঢালা সড়কের গর্ত ভরাটের কাজ। গতকাল মঙ্গলবার দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রাক্টর ট্রলিতে করে আনা ওই মাটি সড়কে ফেলা হয়। স্থানীয়রা বলছেন, সড়কে মাটি ফেলায় জনদুর্ভোগ আরো বাড়বে বৈ কমবে না।
জানাগেছে, বছর দুই আগে এই সড়ক নির্মান কাজ শেষ হওয়ার পর থেকেই বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের ওই স্থানে সড়কে ছোট বড় গর্তের সৃষ্টি হয়। গত কয়েক দিনের বৃষ্টিতে খানা খন্দক গুলো বেড়ে যান চলাচল ঝুকিপুর্ণ হয়ে পড়েছে। এদিকে আগামি ৭ নভেম্বর নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরুর প্রস্তুতি হিসেবে আখ পরিবহনের সুবিধার্থে বিভিন্ন সড়কে ভেঙ্গে যাওয়া স্থানে মাটি ও পরিত্যক্ত ইট দিয়ে মেরামতের কাজ চলামান। ওই শ্রমিকরাই পিচ দিয়ে কার্পেটিং করা ওই সড়কে মাটি ফেলে কাজ করছেন।
এব্যাপারে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, বনপাড়া – লালপুর সড়কের ওই স্থানে সড়ক ও জনপথ বিভাগের কোন লোকজন কাজ করছেন না। আগামীকাল স্থানটি সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



















