লোহাগড়ায় প্রবাসী শ্রমিক নিয়ে বিরোধের জের, হয়রানির অভিযোগ
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
নড়াইলে প্রবাসী শ্রমিক নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ খায়রুল মোল্যা গত ২৯ সেপ্টেম্বর বিকালে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বিছালী ইউনিয়নের বিছালী গ্রামের জাফর শেখের ছেলে শিমুল শেখ কে ড্রাইভিং ভিসায় সৌদি আরবে পাঠান খায়রুল মোল্যা। তবে ড্রাইভিং কাজ করতে না পারায় তাকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা হয়। পরে সেখান থেকেও দুই দিন পর সে পালিয়ে খায়রুলের আত্মীয় ইমানের কাছে গিয়ে কাজ শুরু করে। এ বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এঘটনায় গত ২৫আগস্ট নড়াইল সদর থানায় অভিযোগ হলে ৩১আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং পুলিশের মধ্যস্থতায় সমঝোতা হয়। কিন্তু সমঝোতা মানতে না পেরে ৫ সেপ্টেম্বর যশোর পিবিআইতে আবারো অভিযোগ করেন শিমুল শেখের পরিবার।
খায়রুল ইসলামের দাবি,বৈধ কাগজপত্র থাকার পরও প্রবাসী শিমুলের বিষয়টি কেন্দ্র করে প্রতিপক্ষরা সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়াছে। তবে পরে সাংবাদিকরা খায়রুল ইসলামের বাড়িতে গিয়ে সমস্ত ডকুমেন্ট ও শিমুলের কাজের ভিডিও দেখে ভুল বুঝতে পেরে চলে যান।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা জানান, শিমুল শেখের বিদেশ পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। তবে তিনি বৈধ ভাবে বিদেশ গিয়েছেন।শিমুল এখনও পরিবারের সাথে মোবাইলে যোগাযোগ রেখেছে। সেখানে ভিন্ন পেশায় অর্থ উপার্জন করছেন। অহেতুক খায়রুল ইসলাম কে মিথ্যা অভিযোগে হয়রানি করা হচ্ছে।
অভিযুক্ত জাফর শেখ বলেন,আমার ছেলেকে ড্রাইভিং এর কাজ দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এখন তারা কাজ দিতে পারছে না। এ বিষয়ে আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম বলেন,এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




















