যৌথ বাহিনীর অভিযান
লোহাগাড়ায় অস্ত্র, কার্তুজ, ইয়াবাসহ আটক ২

- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী অস্ত্র, ৩টি কার্তুজ ও ৭০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
গত শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার আধুনগরের খাসমহাল এলাকা এবং বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার আধুনগর ইউনিয়নের খাসমহাল এলাকার মমতাজ মিয়ার পুত্র মোঃ হুমায়ুন কবির(৩৮) ও পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ (২৩)।
সূত্রে জানা যায়,উপজেলার আধুনগরের ২ নং ওয়ার্ডের অভ্যন্তরে ইয়াবার ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে আধুনগরে যৌথ অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবিরের কাছ থেক ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয় এবং যৌথ বাহিনীর অভিযান টিম বড়হাতিয়ার সশস্ত্র অস্ত্রধারী তৌহিদ বাহিনীর সক্রিয় সদস্য মোঃ আব্দুল্লাহকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং তিনটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে দুজন আসামীকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং রোববার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।