লোহাগাড়ায় ছুরিকাঘাতে নির্মাণশ্রমিক হত্যার মূলহোতা গ্রেফতার
- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি) জহির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। এ ছাড়া হত্যায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, গত ১৩ জুলাই সকালে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকায় নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে গেলে রাজমিস্ত্রি জহির উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। পরে ১৬ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জহির উদ্দিন লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার আলী আহমদের ছেলে। তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। শাহাব উদ্দিন গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
















