ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম

মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর)
  • আপডেট সময় : ১০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম। আগের ডিসিকে সরিয়ে নেওয়ার প্রায় দুই সপ্তাহ পর এ নিয়োগ দেওয়া হলো।
গতকাল সোমবার (০৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ১৯ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি। বিষয়টি ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর জের ধরে গত ২১ জুন তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘটনার তদন্তে ২২ জুন তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়, যা এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম

আপডেট সময় :

শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম। আগের ডিসিকে সরিয়ে নেওয়ার প্রায় দুই সপ্তাহ পর এ নিয়োগ দেওয়া হলো।
গতকাল সোমবার (০৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ১৯ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি। বিষয়টি ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর জের ধরে গত ২১ জুন তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘটনার তদন্তে ২২ জুন তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়, যা এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।