শরীয়তপুর জেলা পরিষদের ‘আমার চোখে জুলাই বিপ্লব’ সফল ভাবে বাস্তবায়ন

- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
শরীয়তপুর জেলা পরিষদ জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে ‘আমর চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া কর্মসূচির বাস্তবায়ন শুরু করে সফল ভাবে সমাপ্ত করেছেন।
৫ জুলাইর কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় শহিদ মো. রিয়াজুল তালুকদারের কবরে পুস্পস্তবক অর্পণ। বেলা ১১টায় পৌর অডিটোরিয়ামে জুলাই পরিবারের সম্মিলন, বাদ জোহর শরীয়তপুর জেলা মসজিদে জুলাই শহিদ স্মরণে মোনাজাত ও দোয়া, বিকাল ৪টা থেকে পৌর অডিটোরিয়ামে মনের রণনে জুলাই বিপ্লব-বিতর্ক, জুলাই ক্যুইজ ও সম্মিলনিক মত বার্তা বিনিময় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বিকেল ৫.৩০টায় শোণীতোস্নাত জুলাই; চেতন্মুখতায় প্রদর্শনী, পুথিপাঠ ও বায়োস্কোপ পদর্শনী এবং নেত্রাবন্ধ জুলাই-২০২৪: মঞ্চ পথনাটিকা, শর্টফ্লিম ও ভিজ্যুয়াল প্রদর্শনীর মধ্য দিয়ে রাত ৮টায় দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।
সফল ভাবে দিবসের নির্ধারিত কর্মসূচি বাস্তবায়ন করতে পেরে জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নজরুল ইসলাম বলেন, আমার চোখে জুলাই বিপ্লব কর্মসূচি বাস্তবায়নের জন্য ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুনদের কাছ থেকে আইডিয়া আহবান করি। তাদের কাছ থেকে ২৬টি প্রস্তাব পাই। কমিটি সেখান থেকে ৩টি প্রস্তাবনা বাছাই করে। ৫ জুলাই আমরা সেই ৩টি কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। তার মধ্যে বিতর্ক (ইংরেজী-বাংলা) তরুন প্রজন্মের মেধা প্রকাশ পেয়েছে। আমার চোখে জুলাই বিপ্লব জেলা ব্যাপি গ্রহণযোগ্যতা পেয়েছে। তরুণ নাগরিকদের আস্থা ও বিশ্বাসে পরিপূর্ণ আমার চোখে জুলাই বিপ্লব কর্মসূচি বাস্তবায়নে যারা সহায়তা করেছে তাদের সকলের প্রতি জেলা পরিষদ কৃতজ্ঞ। আমার চোখে জুলাই বিপ্লব তরুন প্রজন্মের মনে আস্থা অর্জণ করেছে। এই ধরণের কার্যক্রম ভবিষ্যতে গ্রহণযোগ্যতা পাবে বলে আমি আশা করছি।