ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo জনতার বিক্ষোভে পুলিশ অবরুদ্ধ Logo পাথরঘাটায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতামূলক আন্দোলন Logo সাভারে বাবাকে হত্যার পর মেয়ের আত্মসমর্পণ Logo বদলগাছীতে ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার Logo সিরাজগঞ্জের বেলকুচিতে অ্যালকোহল পানে দু’জনের মৃত্যু Logo ঔষধ কোম্পানির দৌরাত্ম্য নওগাঁর রোগীদের কাছে দিনদিন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে Logo ভারতীয় হামলার কঠোর জবাব দিলো পাকিস্তান Logo খালেদা জিয়ার দেশে ফেরা, রাজনীতিতে নয়া মেরুকরণ Logo কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তীতে বর্ণিল সাজে সেজেছে রবীন্দ্র কাছারিবাড়ি শাহজাদপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন Logo মানবিক করিডোরের চেয়ে রাখাইনে সেফ জোন করলে  রোহিঙ্গা সংকট কাটবে

শহীদি মার্চ ঘিরে থাকবে ডিএমপির নিরাপত্তা বলয়

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের এক মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। দিনটি ঘিরে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, শহীদি মার্চ কর্মসূচি ঘিরে যেকোনও নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইক ফোর্স দেওয়ার পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরাও দায়িত্বে থাকবেন। শহীদি মার্চ মিছিলের সামনে, ভেতরে এবং পেছনে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে।

যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি এড়াতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি সড়ক ও রাস্তায় ড্রাইভারসন হতে পারে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। ডিএমপি জানায়, শহীদি মার্চের মিছিলে ছাত্র-জনতার জনসমাগম ও লোকসংখ্যা বুঝে সড়ক-ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে জনসমাগম বেশি হলে ড্রাইভারসনের মাধ্যমে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে। এছাড়াও যানজট নিরসনে অন্যান্য সড়ক ও রাস্তাগুলোতে সড়ক দখল-অবৈধ পার্কিং বন্ধ করে যান চলাচল স্বাভাবিক রাখা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, সাধারণত বৃহস্পতিবার সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চের মিছিল ঘিরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন অফিসাররাও রাস্তায় থাকবেন। মিছিলে জনসমাগম ও লোকসংখ্যা দেখে যানচলাচল নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করা হবে। চেষ্টা করা হবে মিছিলটি সড়কের একপাশ দিয়ে চলাচল করতে। তবে জনসংখ্যা বেশি হলে বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়া হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হবে। এরপর নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি সমাপ্ত হবে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদি মার্চ ঘিরে থাকবে ডিএমপির নিরাপত্তা বলয়

আপডেট সময় : ১২:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

 

ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের এক মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। দিনটি ঘিরে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, শহীদি মার্চ কর্মসূচি ঘিরে যেকোনও নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইক ফোর্স দেওয়ার পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরাও দায়িত্বে থাকবেন। শহীদি মার্চ মিছিলের সামনে, ভেতরে এবং পেছনে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে।

যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি এড়াতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি সড়ক ও রাস্তায় ড্রাইভারসন হতে পারে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। ডিএমপি জানায়, শহীদি মার্চের মিছিলে ছাত্র-জনতার জনসমাগম ও লোকসংখ্যা বুঝে সড়ক-ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে জনসমাগম বেশি হলে ড্রাইভারসনের মাধ্যমে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে। এছাড়াও যানজট নিরসনে অন্যান্য সড়ক ও রাস্তাগুলোতে সড়ক দখল-অবৈধ পার্কিং বন্ধ করে যান চলাচল স্বাভাবিক রাখা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, সাধারণত বৃহস্পতিবার সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চের মিছিল ঘিরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন অফিসাররাও রাস্তায় থাকবেন। মিছিলে জনসমাগম ও লোকসংখ্যা দেখে যানচলাচল নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করা হবে। চেষ্টা করা হবে মিছিলটি সড়কের একপাশ দিয়ে চলাচল করতে। তবে জনসংখ্যা বেশি হলে বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়া হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হবে। এরপর নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি সমাপ্ত হবে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।