ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ‘দুর্গা পূজায় সৌজন্যে ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন’ Logo চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় নাগরিক রামদেবকে স্বাদেশে প্রত্যাবাসন Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন

শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলা হয়নি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর কোনো হামলা হয়নি বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের এক পক্ষের। শহীদ মিনারে এক সমাবেশে ফারুক হাসান অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তি করেন।

ফারুক হাসানকে তাঁর বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত একজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তবে গণ অধিকার পরিষদ ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কয়েকজনকে রাজনৈতিক ‘ট্যাগ’ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

রোববার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের দোতলায় সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কয়েকজন। তাঁরা বলছেন, গতকাল শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ ব্যানারে আয়োজিত একটি সমাবেশে আমন্ত্রিত হয়ে অংশ নেন।

অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ফারুক হাসানও আমন্ত্রিত ছিলেন। সেখানে ফারুক হাসানের সঙ্গে তাঁদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। যদিও ফারুক হাসানের অভিযোগ, ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর ওপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন।

সংবাদ সম্মেলনে আহতদের পক্ষ থেকে কোরবান শেখ হিল্লোল নামের একজন বলেন, শহীদ মিনারের ওই অনুষ্ঠানে আহতদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের বলা হয়েছিল, ওই অনুষ্ঠানে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের নিয়ে কথা হবে। কিন্তু ফারুক হাসান সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তি করেন।

ফারুক হাসানকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আন্দোলনে আহত সাইফুল ইসলাম অনুরোধ জানান। পাশাপাশি রাজনৈতিক বক্তব্য প্রত্যাহারের জন্য ফারুক হাসানকে অনুরোধ করেন সাইফুল ইসলাম। এ সময় ফারুক হাসানসহ গণ অধিকার পরিষদের কয়েকজন সাইফুল ইসলামকে মঞ্চের পেছনে নিয়ে যান। তারপর আন্দোলনে আগত কয়েকজন এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনাকে গণ অধিকার পরিষদ রাজনৈতিকভাবে ব্যবহার করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলা হয়নি

আপডেট সময় :

 

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর কোনো হামলা হয়নি বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের এক পক্ষের। শহীদ মিনারে এক সমাবেশে ফারুক হাসান অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তি করেন।

ফারুক হাসানকে তাঁর বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত একজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তবে গণ অধিকার পরিষদ ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কয়েকজনকে রাজনৈতিক ‘ট্যাগ’ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

রোববার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের দোতলায় সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কয়েকজন। তাঁরা বলছেন, গতকাল শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ ব্যানারে আয়োজিত একটি সমাবেশে আমন্ত্রিত হয়ে অংশ নেন।

অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ফারুক হাসানও আমন্ত্রিত ছিলেন। সেখানে ফারুক হাসানের সঙ্গে তাঁদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। যদিও ফারুক হাসানের অভিযোগ, ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর ওপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন।

সংবাদ সম্মেলনে আহতদের পক্ষ থেকে কোরবান শেখ হিল্লোল নামের একজন বলেন, শহীদ মিনারের ওই অনুষ্ঠানে আহতদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের বলা হয়েছিল, ওই অনুষ্ঠানে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের নিয়ে কথা হবে। কিন্তু ফারুক হাসান সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তি করেন।

ফারুক হাসানকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আন্দোলনে আহত সাইফুল ইসলাম অনুরোধ জানান। পাশাপাশি রাজনৈতিক বক্তব্য প্রত্যাহারের জন্য ফারুক হাসানকে অনুরোধ করেন সাইফুল ইসলাম। এ সময় ফারুক হাসানসহ গণ অধিকার পরিষদের কয়েকজন সাইফুল ইসলামকে মঞ্চের পেছনে নিয়ে যান। তারপর আন্দোলনে আগত কয়েকজন এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনাকে গণ অধিকার পরিষদ রাজনৈতিকভাবে ব্যবহার করছে।