শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
																
								
							
                                - আপডেট সময় : ৩৭২ বার পড়া হয়েছে
 
যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে গিয়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ১১ টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কুচেমোড়া নামক স্থানে পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান, ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শুভেন্দু বিশ্বাস জানান, আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দেড়ে দেওয়া হয়েছে। নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, কুচেমোড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
																			
















