শাল্লায় কৃষক দলের জরুরী সভা

- আপডেট সময় : ৯০৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় উপজেলার বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা কৃষক দলের সদস্য শামীম আহমেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাতাব মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক একরামুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীদের নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে। এর ধারাবাহিকতায় শাল্লা উপজেলার ৪ টি ইউনিয়নের কমিটি গঠনের তারিখ ও সময় নির্ধারণ করেন নেতারা।
সভায় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও অনান্য নেতাকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।