সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে খাস জমি নিয়ে গ্রামবাসীর মধ্যে দুই দলের সংঘর্ষ, আহত অনেকে

মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ)
- আপডেট সময় : ০৩:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি খাস জমি নিয়ে গ্রামবাসীর মধ্যে দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৮ থেকে ২০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৮টায় উপজেলার রুপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামের জাফর গ্রুপ ও রাজ্জাক গ্রুপের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লাঠিসোটা, ফালা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় রাজ্জাক গ্রুপের লোকজন। এসময় জাফর গ্রুপের মনোয়ারা বেগম, সেলিনা বেগম, জাইদুল, ফিরোজ, গোলাম, জহির সহ ১৫/১৬ জন নারী ও পুরুষকে আহত অবস্থায় উদ্ধার করে পৌর শহরের ও বেড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।
সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে গেলে জাফর গ্রুপের লোকজন জানায়, সরকারি খাস জমি সংক্রান্ত নিয়ে পূর্ব বিরোধের জেরে হালিম, রাজ্জাক ও মালেক মেম্বারের নেতৃত্বে গতকাল রাতে আমাদের লোকজনের বাড়িঘর ঘেরাও করে। তাদের হামলার ভয়ে এলাকার পুরুষেরা অন্যত্র চলে যায়। আজ সকালে শতাধিক মানুষ হাসুয়া, রামদা, ফালা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পক্ষের মৃত নওশাদ মোল্লার, রফিকুল মোল্লা, মন্টু মোল্লা, হাই মোল্লা ও মহিদুল মোল্লা, জামাল মোল্লা ও ইউসুফ মোল্লার বাড়ি সহ প্রায় ২০টি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।
এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র লুটপাট চালায়। এসময় তাদের হামলায় নারী ও পুরুষ সহ বেশ কয়েকজন আহত হয়। এই বিষয়ে প্রতিপক্ষ রাজ্জাক গ্রুপের প্রধান আব্দুর রাজ্জাক জানায়, জাফর গ্রুপের সবাই বীগত সরকারের দাপটে সরকারি খাস জমি দখলে রেখা চাষাবাদ করেছে। সেই সাথে দফায় দফায় আমাদের লোকজনের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত ও দুই তিন জন পঙ্গুত্ব জীবনযাপন করছে। এরই প্রতিক্রিয়া হিসেবে আজ আমরা তাদের উপরে হামলা করেছি।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।