নওগাঁয় উপজেলা শিশুকল্যাণ বোর্ড সভা অনুষ্ঠিত
শিশুদের সুরক্ষা ও উন্নয়নে গৃহীত হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

- আপডেট সময় : ৯৮ বার পড়া হয়েছে
চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ—সিএসপিবি প্রকল্পের আওতায়, ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আজ বুধবার নওগাঁ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো ‘উপজেলা শিশুকল্যাণ বোর্ড সভা’।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় শিশুদের নিরাপত্তা, অধিকার ও সমাজকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক। সকলে মিলে শিশু সুরক্ষা এবং ঝুঁকিপূর্ণ শিশুদের সমাজে পুনর্বাসনের বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল—ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্তকরণ, প্রাথমিক সহায়তা প্রদান, এবং প্রয়োজনীয় সমাজসেবামূলক কার্যক্রমের সাথে সংযুক্তকরণ।
শিশুদের সুরক্ষা ও তাদের ভবিষ্যৎ গঠনে এমন উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।