ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিমান বাহিনীর অভ্যন্তরে ‘র’নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে প্রতিবাদ লিপি Logo পটুয়াখালী জেলা বিজেপির আহবায়ক শাওন ও সদস্য সচিব রুমী Logo জকসু নির্বাচনসহ ২ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু Logo বছরের সাত মাস পানি বন্ধী বিদ্যালয় তিন যুগ ধরে নৌকায় যাতায়াত শিক্ষক-শিক্ষার্থীর Logo ঝিনাইগাতীতে সামান্য বৃষ্টিতেই প্রধান রাস্তায় হাঁটুপানি, দুর্ভোগে পথচারীরা Logo ভান্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার,পায়ে বাঁধা ছিল ইট Logo রক্তস্নাত মাগুরার ৪ আগস্ট: যেদিন কলমে রক্ত জমেছিল, চোখে জমেছিল মৃত্যুর আলপনা Logo জয়পুরহাটে গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে প্রতিবন্ধী মেলা Logo প্রতিবছর নদী ভাঙ্গনে কমছে জমি, গৃহহীন হচ্ছেন হাজারো পরিবার

শীলমান্দী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান : ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. সেলিনা বেগম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদর উপজেলার প্রত্যন্ত একটি ইউনিয়নের নাম শীলমান্দী ইউনিয়ন। কাল প্ররিক্রমায় আজও ইউনিয়ন পরিষদটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা-ধূলা, উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সরকারের সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জল রেখেছে। তার ধারাবাহিকতায় ইউনিয়নের উন্নয়ন কাজ এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম।
শিলমান্দী ইউনিয়ন নরসিংদী জেলা তথা সদর উপজেলার মধ্যে একটি অন্যতম ইউনিয়ন পরিষদ। ১৯৬১ সালে শিলমান্দী ইউনিয়ন স্থাপিত হয়। এখানে রয়েছে প্রাচ্যের ম্যানচেষ্টার নামে খ্যাত শেখেরচর বাজার বাবুর হাট বাজার।
কলার জন্য বিখ্যাত এই নরসিংদী জেলার অধিকাংশ কলাই উৎপন্ন হয় এই শিলমান্দী ইউনিয়নে। দেশের বড় বড় বস্ত্র শিল্প প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই গড়ে ওঠেছে এই ইউনিয়নের সিমানার মধ্যে। এখানে জন্মে নানা ধরনের সবজি যা দিয়ে স্থানীয় জনগনের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় জেলার বাহিরে। এই ইউনিয়নে জন্মেছে অনেক সোনার ছেলে-মেয়েরা যারা দেশে তথা প্রবাসে চাকরি করে অনেক অর্থ উপার্জন করছে। মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছে অনেক বীর মুক্তিযোদ্ধা।
শীলমান্দী ইউনিয়ন পরিষদের আয়তন: ১২.৯৫ বর্গকিলোমিটার। লোকসংখ্যা: ৫৮,২৯৪ জন, পুরুষ: ৩০,২৪৬ জন ও মহিলা: ২৮,০৪৮ জন। (সর্বশেষ আদম শুমারী ২০২২ অনুযায়ী ) পরিবারের সংখ্যা- ১০,৪৬৫ টি। দরিদ্র পরিবার- ১,০৪৩ টি। হত দরিদ্র পরিবার-১৫০ টি। মৌজা: ৯টি (শেকেরচর, গনেরগাঁও, নগর বানিয়াদী, কিসমত বানিয়াদী, খিদিরপুর, তুলশীপুর, শীলমান্দী, হুগুলিয়া, বাগহাটা)। ধর্মীয় প্রতিষ্ঠান: মসজিদ- ৮৫টি। শিক্ষা প্রতিষ্ঠানঃ দাখিল মাদরাসা ০৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ০৩টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৯টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ০১টি , ফোরকানিয়া মাদরাসা ২৫টি, ইবতেদায়ী মাদ্রাসা ৩টি, এন,জি,ও স্কুল ৬ টি। গ্রাম: ১৬টি (শেকেরচর, গনেরগাঁও, নগর বানিয়াদী, কিসমত বানিয়াদী, খিদিরপুর, তুলশীপুর, দক্ষিণঃ শীলমান্দী, মধ্য শীলমান্দী, উত্তরঃ শীলমান্দী, হুগুলিয়া, সাহেপ্রতাব, মাছিমপুর, বাগহাটা, বাগহাটা টেকপাড়া, বাগহাটা মিরাপাড়া, বাগহাটা মধ্যনগর)।
শীলমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নটিতে শিক্ষা, সংস্কৃতি, জলাবদ্বা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, কাঁচা রাস্তা পাকাকরণ, ইটের সলিং সংস্কারসহ ডিজিটাল সেবা কার্যক্রমসহ উন্নয়ন কাজে ভূমিকা রেখে যাচ্ছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম।
অভূতপূর্ব উন্নয়ন করে প্রসংসা কুড়াচ্ছেন তিনি। ইউনিয়নটির প্রতিটি গ্রামে রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। এক সময় নরসিংদী জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের এই ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে কাঁচা রাস্তার কাদা ভেঙ্গে ও ইটের সলিং দিয়ে যাতায়াত করতে হতো ইউনিয়নবাসীকে। এলাকাবাসী কখনো কল্পনা করেনি ইউনিয়নের অধিকাংশ রাস্তা পাকা হবে।
বর্তমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ব্যাপক উন্নয়ন বাস্তবায়নের ফলে গ্রামীণ জনগোষ্ঠীর প্রত্যন্ত অঞ্চলের সুযোগ সুবিধা পাচ্ছেন শীলমান্দী ইউনিয়নসহ আশে-পাশের ইউনিয়নের মানুষ।
ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা জন্ম নিবন্ধন, জমির খতিয়ান উঠানো, জন্ম ও মৃত্যু সনদ, বিশ্ব বিদ্যালয়ে ভর্তি ফর্ম পূরণ, আর্থিক ব্যংকিং সেবা, বিভিন্ন প্রত্যায়ন, অনলাইনে ভোটারের আবেদন, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল, ই-মেইল সুবিধা, বিভিন্ন ভাতা ভোগীদের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিষদে বসেই এসব ডিজিটাল সেবা পাচ্ছেন এলাকাবাসী।
যে কারণে জনসাধারণকে এখন আর উপজেলা পরিষদসহ জেলা শহরে আসতে হয় না। ইউনিয়ন পরিষদের মাধ্যমে হাতের কাছে এই নাগরিক সেবা পেয়ে উপকৃত হচ্ছেন ইউনিয়নবাসী।
আর এসব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নটি একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিচিতি পাচ্ছে।
সবার সহযোগিতা পেলে সরকারের সকল সেবা কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া সম্ভব বলে মনে করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম।
শীলমান্দী ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম। তিনি এলাকায় জনকল্যাণে কাজ করে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন।
ইউনিয়নের বাসিন্দারা অনেকে বলেন, আমাদের ইউনিয়নে যে সকল কাঁচা রাস্তায় হাঁটু পর্যন্ত কাদা হতো। এই অল্প সময়ে সে সকল রাস্তাগুলো ইউনিয়ন পরিষদ কর্তৃক ইটের সলিং হয়েছে। আমাদের আর কাঁদা মাখতে হয় না, বর্ষার সময় আমাদের উঠানে পানি জমে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধা নিরসনে খাল খননের কারণে এখন আর জলাবদ্বতা হয় না। জমিতে ফসল হচ্ছে ভাল। আমাদের ইউনিয়নটি এখন একটি মডেল ইউনিয়ন বলা যেতে পারে।
ইউপি সদস্যরা বলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সময়ে ইউনিয়নটিতে যতটা উন্নয়ন হয়েছে এর আগে এত উন্নয়ন আর কখনো হয়নি। আমরা সকল ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম আরও বলেন, নরসিংদী সদর উপজেলায় অবস্থিত একটি অবহেলিত ইউনিয়ন ছিল শীলমান্দী ইউনিয়ন পরিষদ। আমি ক্ষমতা গ্রহণের পর মডেল ইউনিয়ন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে রাস্তা, কালভার্ট, ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণের জন্য খাল খনন, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সরকারের সকল সুযোগ-সুবিধা ইউনিয়নবাসীকে দিয়ে যাচ্ছি।
ব্যক্তিগত তহবিল থেকে অর্ধ শতাধিক অসহায় মেধাবী শিক্ষার্থীদের বই, স্কুল ড্রেস, জুতা থেকে শুরু করে তাদের প্রাইভেট শিক্ষকের টাকা দিয়েও আর্থিক সাহায্য দিয়ে আসছি। এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় খেলাধূলার উপকরণ বিতরণ করছি।
তিনি আরও জানান, প্রশাসন ও ইউনিয়নবাসীর সহায়তায় মাদক ও সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সকল সদস্য কাজ করে যাচ্ছেন। ইউনিয়নবাসীর সহযোগিতায় শীলমান্দী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শীলমান্দী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান : ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. সেলিনা বেগম

আপডেট সময় :

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদর উপজেলার প্রত্যন্ত একটি ইউনিয়নের নাম শীলমান্দী ইউনিয়ন। কাল প্ররিক্রমায় আজও ইউনিয়ন পরিষদটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা-ধূলা, উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সরকারের সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জল রেখেছে। তার ধারাবাহিকতায় ইউনিয়নের উন্নয়ন কাজ এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম।
শিলমান্দী ইউনিয়ন নরসিংদী জেলা তথা সদর উপজেলার মধ্যে একটি অন্যতম ইউনিয়ন পরিষদ। ১৯৬১ সালে শিলমান্দী ইউনিয়ন স্থাপিত হয়। এখানে রয়েছে প্রাচ্যের ম্যানচেষ্টার নামে খ্যাত শেখেরচর বাজার বাবুর হাট বাজার।
কলার জন্য বিখ্যাত এই নরসিংদী জেলার অধিকাংশ কলাই উৎপন্ন হয় এই শিলমান্দী ইউনিয়নে। দেশের বড় বড় বস্ত্র শিল্প প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই গড়ে ওঠেছে এই ইউনিয়নের সিমানার মধ্যে। এখানে জন্মে নানা ধরনের সবজি যা দিয়ে স্থানীয় জনগনের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় জেলার বাহিরে। এই ইউনিয়নে জন্মেছে অনেক সোনার ছেলে-মেয়েরা যারা দেশে তথা প্রবাসে চাকরি করে অনেক অর্থ উপার্জন করছে। মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছে অনেক বীর মুক্তিযোদ্ধা।
শীলমান্দী ইউনিয়ন পরিষদের আয়তন: ১২.৯৫ বর্গকিলোমিটার। লোকসংখ্যা: ৫৮,২৯৪ জন, পুরুষ: ৩০,২৪৬ জন ও মহিলা: ২৮,০৪৮ জন। (সর্বশেষ আদম শুমারী ২০২২ অনুযায়ী ) পরিবারের সংখ্যা- ১০,৪৬৫ টি। দরিদ্র পরিবার- ১,০৪৩ টি। হত দরিদ্র পরিবার-১৫০ টি। মৌজা: ৯টি (শেকেরচর, গনেরগাঁও, নগর বানিয়াদী, কিসমত বানিয়াদী, খিদিরপুর, তুলশীপুর, শীলমান্দী, হুগুলিয়া, বাগহাটা)। ধর্মীয় প্রতিষ্ঠান: মসজিদ- ৮৫টি। শিক্ষা প্রতিষ্ঠানঃ দাখিল মাদরাসা ০৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ০৩টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৯টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ০১টি , ফোরকানিয়া মাদরাসা ২৫টি, ইবতেদায়ী মাদ্রাসা ৩টি, এন,জি,ও স্কুল ৬ টি। গ্রাম: ১৬টি (শেকেরচর, গনেরগাঁও, নগর বানিয়াদী, কিসমত বানিয়াদী, খিদিরপুর, তুলশীপুর, দক্ষিণঃ শীলমান্দী, মধ্য শীলমান্দী, উত্তরঃ শীলমান্দী, হুগুলিয়া, সাহেপ্রতাব, মাছিমপুর, বাগহাটা, বাগহাটা টেকপাড়া, বাগহাটা মিরাপাড়া, বাগহাটা মধ্যনগর)।
শীলমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নটিতে শিক্ষা, সংস্কৃতি, জলাবদ্বা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, কাঁচা রাস্তা পাকাকরণ, ইটের সলিং সংস্কারসহ ডিজিটাল সেবা কার্যক্রমসহ উন্নয়ন কাজে ভূমিকা রেখে যাচ্ছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম।
অভূতপূর্ব উন্নয়ন করে প্রসংসা কুড়াচ্ছেন তিনি। ইউনিয়নটির প্রতিটি গ্রামে রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। এক সময় নরসিংদী জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের এই ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে কাঁচা রাস্তার কাদা ভেঙ্গে ও ইটের সলিং দিয়ে যাতায়াত করতে হতো ইউনিয়নবাসীকে। এলাকাবাসী কখনো কল্পনা করেনি ইউনিয়নের অধিকাংশ রাস্তা পাকা হবে।
বর্তমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ব্যাপক উন্নয়ন বাস্তবায়নের ফলে গ্রামীণ জনগোষ্ঠীর প্রত্যন্ত অঞ্চলের সুযোগ সুবিধা পাচ্ছেন শীলমান্দী ইউনিয়নসহ আশে-পাশের ইউনিয়নের মানুষ।
ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা জন্ম নিবন্ধন, জমির খতিয়ান উঠানো, জন্ম ও মৃত্যু সনদ, বিশ্ব বিদ্যালয়ে ভর্তি ফর্ম পূরণ, আর্থিক ব্যংকিং সেবা, বিভিন্ন প্রত্যায়ন, অনলাইনে ভোটারের আবেদন, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল, ই-মেইল সুবিধা, বিভিন্ন ভাতা ভোগীদের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিষদে বসেই এসব ডিজিটাল সেবা পাচ্ছেন এলাকাবাসী।
যে কারণে জনসাধারণকে এখন আর উপজেলা পরিষদসহ জেলা শহরে আসতে হয় না। ইউনিয়ন পরিষদের মাধ্যমে হাতের কাছে এই নাগরিক সেবা পেয়ে উপকৃত হচ্ছেন ইউনিয়নবাসী।
আর এসব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নটি একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিচিতি পাচ্ছে।
সবার সহযোগিতা পেলে সরকারের সকল সেবা কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া সম্ভব বলে মনে করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম।
শীলমান্দী ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম। তিনি এলাকায় জনকল্যাণে কাজ করে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন।
ইউনিয়নের বাসিন্দারা অনেকে বলেন, আমাদের ইউনিয়নে যে সকল কাঁচা রাস্তায় হাঁটু পর্যন্ত কাদা হতো। এই অল্প সময়ে সে সকল রাস্তাগুলো ইউনিয়ন পরিষদ কর্তৃক ইটের সলিং হয়েছে। আমাদের আর কাঁদা মাখতে হয় না, বর্ষার সময় আমাদের উঠানে পানি জমে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধা নিরসনে খাল খননের কারণে এখন আর জলাবদ্বতা হয় না। জমিতে ফসল হচ্ছে ভাল। আমাদের ইউনিয়নটি এখন একটি মডেল ইউনিয়ন বলা যেতে পারে।
ইউপি সদস্যরা বলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সময়ে ইউনিয়নটিতে যতটা উন্নয়ন হয়েছে এর আগে এত উন্নয়ন আর কখনো হয়নি। আমরা সকল ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা: সেলিনা বেগম আরও বলেন, নরসিংদী সদর উপজেলায় অবস্থিত একটি অবহেলিত ইউনিয়ন ছিল শীলমান্দী ইউনিয়ন পরিষদ। আমি ক্ষমতা গ্রহণের পর মডেল ইউনিয়ন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে রাস্তা, কালভার্ট, ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণের জন্য খাল খনন, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সরকারের সকল সুযোগ-সুবিধা ইউনিয়নবাসীকে দিয়ে যাচ্ছি।
ব্যক্তিগত তহবিল থেকে অর্ধ শতাধিক অসহায় মেধাবী শিক্ষার্থীদের বই, স্কুল ড্রেস, জুতা থেকে শুরু করে তাদের প্রাইভেট শিক্ষকের টাকা দিয়েও আর্থিক সাহায্য দিয়ে আসছি। এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় খেলাধূলার উপকরণ বিতরণ করছি।
তিনি আরও জানান, প্রশাসন ও ইউনিয়নবাসীর সহায়তায় মাদক ও সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সকল সদস্য কাজ করে যাচ্ছেন। ইউনিয়নবাসীর সহযোগিতায় শীলমান্দী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান তিনি।