শেখ হাসিনা আগরতলায়

- আপডেট সময় : ০৪:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে
পদত্যাগ করে দেশ ছাড়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ত্রিপুরার রাজধানী আগরতলায়। সেখানে আসাম রাইফেলস-এর দপ্তরে ওঠার কথা জানিয়েছেন, আগরতলার একটি টিভি চ্যানেলের সাংবাদিক।
বিশ্বজিৎ দেব নামের সাংবাদিক জানান, বেলা তিনটা নাগাদ শেখ হাসিনা আগরতলা পৌছান এবং এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে আসা হয় আগরতলার আসাম রাইফেলস এর দপ্তরে। সেখানেই তিনি অবস্থান করছেন।
শেখ হাসিনার সঙ্গে ছোট বোন শেখ রেহানা রয়েছেন।
শেখ হাসিনা পদত্যাগ করার পর বেলা আড়াটা নাগাদ একটি সামরিক হেলিকপ্টারে আগরতলা উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
২০০৯ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। তারপর একটানা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
যদিও শেখ হাসিনার নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে বলে মনে করে সিুশিল সমাজের প্রতিনিধিরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।