ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ‘দুর্গা পূজায় সৌজন্যে ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন’ Logo চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ভারতীয় নাগরিক রামদেবকে স্বাদেশে প্রত্যাবাসন Logo নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর Logo বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন

শেরপুরে এলজিইডি’র ৪৭৯ টি কাঁচা সড়ক গেজেট ভুক্ত 

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

এলজিইডি’র অধিদপ্তর কর্তৃক গেজেট ভুক্ত হলো শেরপুরে এলজিইডি’র ৪৭৯টি কাঁচা সড়ক। যাহা বিগত সময়ের চেয়ে অনেকগুণ বেশী।

৪৭৯ টি কাঁচা সড়কের মধ্যে টাইপ এ ক্যাটাগরিতে ৩৭৫ টি বা ৬১৮.৪১কিলোমিটার (যাহা দুই কিলোমিটারের উপরে),টাইপ-বি ক্যাটাগরিতে ১০৪ টি বা ২৩২.৮২ কিলোমিটার। যাহা গেজেটভুক্ত হয়েছে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বরে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা গেছে,শেরপুর সদর উপজেলায় ১৩০টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ এ-১২৪টির ১৮৯.৭০ কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-৬টির ১৪.২৫কিলোমিটার।নকলা উপজেলায় ২১টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ এ-৫টির ১১.৬কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-১৬টির ৩৯.৩০কিলোমিটার।নালিতাবাড়ী উপজেলায় ১০১টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ এ-৮৬টির ১৪৬.৯২কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-১৫টির ৩৭.৫৭কিলোমিটার।ইতিপূর্বে ঝিনাইগাতী উপজেলায় আইডিভুক্ত সড়ক ছিলো ১৭২টি।

নতুন করে ১৪৯ টি কাঁচা সড়ক গেজেট ভুক্ত হওয়ায় মোট সড়কের পরিমাণ হলো ৩২১টি। এই ১৪৯ টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ-এ- ১৪৪ টির ২৩৬.৬কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-৫টির ১১.৫কিলোমিটার।শ্রীবরদী উপজেলায় ৭৮ টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ এ-১৬ টির ৩৩.৬ কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-৬২টির ১৩০.২০ কিলোমিটার।শেরপুরের এলজিইডি’র নিবার্হী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান গ্লোবাল টেলিভিশনকে জানান, জেলার ৫ উপজেলার বিভিন্ন কাঁচা সড়ককে আইডিভুক্ত করতে স্ব-স্ব উপজেলা প্রকৌশলী ও কর্মকর্তা, কর্মচারিরা ব্যাপক ভাবে পরিশ্রম করে তালিকা প্রস্তুত করেছিলো।

যাহা জেলা থেকে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছিলাম। আমাদের পাঠানো সবগুলো সড়কের আইডি না হলেও জেলার মোট ভিলেজ রোড টাইপ এ-৩৭৫টির ৬১৮.৪১কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-১০৪টির ২৩২.৮২কিলোমিটার গেজেটভুক্ত হয়েছে। কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন হলে একদিকে পুরো জেলার রাস্তাঘাটের জনদুর্ভোগ কমবে,অপরদিকে উন্নত হবে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা,এমনটাই জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে এলজিইডি’র ৪৭৯ টি কাঁচা সড়ক গেজেট ভুক্ত 

আপডেট সময় :

 

এলজিইডি’র অধিদপ্তর কর্তৃক গেজেট ভুক্ত হলো শেরপুরে এলজিইডি’র ৪৭৯টি কাঁচা সড়ক। যাহা বিগত সময়ের চেয়ে অনেকগুণ বেশী।

৪৭৯ টি কাঁচা সড়কের মধ্যে টাইপ এ ক্যাটাগরিতে ৩৭৫ টি বা ৬১৮.৪১কিলোমিটার (যাহা দুই কিলোমিটারের উপরে),টাইপ-বি ক্যাটাগরিতে ১০৪ টি বা ২৩২.৮২ কিলোমিটার। যাহা গেজেটভুক্ত হয়েছে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বরে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা গেছে,শেরপুর সদর উপজেলায় ১৩০টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ এ-১২৪টির ১৮৯.৭০ কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-৬টির ১৪.২৫কিলোমিটার।নকলা উপজেলায় ২১টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ এ-৫টির ১১.৬কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-১৬টির ৩৯.৩০কিলোমিটার।নালিতাবাড়ী উপজেলায় ১০১টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ এ-৮৬টির ১৪৬.৯২কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-১৫টির ৩৭.৫৭কিলোমিটার।ইতিপূর্বে ঝিনাইগাতী উপজেলায় আইডিভুক্ত সড়ক ছিলো ১৭২টি।

নতুন করে ১৪৯ টি কাঁচা সড়ক গেজেট ভুক্ত হওয়ায় মোট সড়কের পরিমাণ হলো ৩২১টি। এই ১৪৯ টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ-এ- ১৪৪ টির ২৩৬.৬কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-৫টির ১১.৫কিলোমিটার।শ্রীবরদী উপজেলায় ৭৮ টি সড়কের মধ্যে ভিলেজ রোড টাইপ এ-১৬ টির ৩৩.৬ কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-৬২টির ১৩০.২০ কিলোমিটার।শেরপুরের এলজিইডি’র নিবার্হী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান গ্লোবাল টেলিভিশনকে জানান, জেলার ৫ উপজেলার বিভিন্ন কাঁচা সড়ককে আইডিভুক্ত করতে স্ব-স্ব উপজেলা প্রকৌশলী ও কর্মকর্তা, কর্মচারিরা ব্যাপক ভাবে পরিশ্রম করে তালিকা প্রস্তুত করেছিলো।

যাহা জেলা থেকে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছিলাম। আমাদের পাঠানো সবগুলো সড়কের আইডি না হলেও জেলার মোট ভিলেজ রোড টাইপ এ-৩৭৫টির ৬১৮.৪১কিলোমিটার এবং ভিলেজ রোড টাইপ বি-১০৪টির ২৩২.৮২কিলোমিটার গেজেটভুক্ত হয়েছে। কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন হলে একদিকে পুরো জেলার রাস্তাঘাটের জনদুর্ভোগ কমবে,অপরদিকে উন্নত হবে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা,এমনটাই জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।