শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্বিতীয় দফা খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৬:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় ধাপে রেড ক্রিসেন্টের ৭ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ অক্টোবর,বুধবার সকালে জেলার শ্রীবরদী ও নকলা উপজেলার বিভিন্ন এলাকার এক হাজার পরিবারের মাঝে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিন জেলার শ্রীবরদী উপজেলায় রানীশিমুল,কাকিলাকুড়া ও সিংগাবরুনা ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে হাসধরা ব্রীজ এলাকায় ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিটের সদস্যরা।
এসময় শ্রীবরদী উপজেলার হাসধরা ব্রীজ ত্রাণ বিতরণ কেন্দ্রে ঝিনাইগাতী উপজেলার,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো: হায়দার আলী,ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
নকলা ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ কেন্দ্রে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দীপ জন মিত্র, ইউনিয়ন চেয়ারম্যান,মোঃ আবু বকর ছিদ্দিক ফারুক,রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিট এর উপ-সহকারী পরিচালক জীবন কুমার বিশ্বাস সহ যুব সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে ২৮ অক্টোবর রেড ক্রিসেন্টের যুব সদস্যরা দুই উপজেলার বন্যাকবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগীদের তালিকা তৈরি করেন।সেই তালিকা মোতাবেক ত্রান পৌঁছে দেন।