শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

- আপডেট সময় : ৯ বার পড়া হয়েছে
শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের ভিশন—সমৃদ্ধ বাং লাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার শেরপুর সরকারি কলেজের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, শেরপুর জেলা শাখার সভাপতি মো.আশরাফুজ্জামান মাসুম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো.মাশহারুল ইসলাম মিল্লাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।
প্রধান আলোচক ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় এইচ.আর.ডি সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল,শেরপুর-২ আসনের প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া,মাওলানা জাকারিয়া ও মো.আব্দুল বাতেন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।