ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

শেরপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে নববধূর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মুক্তা খাতুন (১৯) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোরা গ্রামে।
নিহত মুক্তা খাতুন ওই গ্রামের মো. ইয়াসিন আলীর স্ত্রী ও মো. আবু সাঈদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মুক্তা খাতুন সকলের অগোচরে ঘরে থাকা বিষাক্ত কীটনাশক পান করেন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে মুক্তা খাতুনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই মুক্তা এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন।
শেরপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, “ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে নববধূর আত্মহত্যা

আপডেট সময় :

বগুড়ার শেরপুর উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মুক্তা খাতুন (১৯) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোরা গ্রামে।
নিহত মুক্তা খাতুন ওই গ্রামের মো. ইয়াসিন আলীর স্ত্রী ও মো. আবু সাঈদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মুক্তা খাতুন সকলের অগোচরে ঘরে থাকা বিষাক্ত কীটনাশক পান করেন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে মুক্তা খাতুনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই মুক্তা এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন।
শেরপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, “ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।